ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই ২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু। তারপর কেটে গেছে ১২ বছর। এই সময়টাতে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য সদস্য। মুশফিকুর রহীমকে ছাড়া একাদশ ভাবাই যায় না। সময়ের পথ ধরে এবার নতুন উচ্চতায় পা রাখতে যাচ্ছেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।
২০০ ওয়ানডের অপেক্ষায় রয়েছেন মুশফিক। শনিবার ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে নামলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অনন্য এ কীর্তি গড়বেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এ পর্যন্ত টাইগারদের জার্সিতে ২০০তম ওয়ানডে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এ রেকর্ড গড়েন তিনি।
২০১১ সালে সব ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছিলেন মুশফিক। অবশ্য ২০১৪ সালে ওয়ানডে ও টি-টুয়েন্টির নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয় বিসিবি কতৃপক্ষ। এরপর ২০১৭ সালে টেস্ট অধিনায়কত্বও হারান তিনি। ১৯৯ ওয়ানডেতে ৬ সেঞ্চুরি ও ৩২ হাফসেঞ্চুরিতে ৩৪.৭৪ গড়ে ৫৩৫১ রান করেন মুশফিক। নিয়েছেন ১৬৪টি ক্যাচ। স্টাম্পিং ৪২টি।
Discussion about this post