ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে গেল! শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত হতে থাকা মাশরাফি বিন মর্তুজা ফের ইনজুরিতে পড়লেন। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় অনুশীলন করতে গিয়ে চোট পান মাশরাফি। চোট বেশ গুরুতর। এ কারণে শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া হচ্ছে না তার।
শনিবার দুপুরে শ্রীলঙ্কা সফরে দেশ ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগে আউট মাশরাফি বিন মর্তুজা। রাতেই তার বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তারকা ওপেনার তামিম ইকবাল।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘মাশরাফি সিরিজ থেকে ছিটকে পড়েছে। চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ লাগবে।’
২০১৪ সালে নেতৃত্ব পাওয়ার পর আর চোটের জন্য কোনো ম্যাচ মিস করেননি মাশরাফি। দুই পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে লড়াই করে খেলেন বিশ্বকাপে। কিন্তু এবার দলের বাইরে চলে গেলেন তিনি!
মাশরাফির ইনজুরিতে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। লঙ্কান সফরে থাকছেন না মোহাম্মদ সাইফউদ্দিনও। তার বদলেসুযোগ পেলেন পেসার তারকিন আহমেদ।
আগামী ২০ জুলাই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।
ওয়ানডের বাংলাদেশ দল-
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও এনামুল হক।
Discussion about this post