তার নেতৃত্বের ম্যাজিক নিয়ে বেশি কিছু বলার দরকার হয় না। মাশরাফি সব সময়ই অপ্রতিরোধ্য। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক বলে কথা! আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুণ সফল অধিনায়ক মাশরাফি!
বিপিএলে চারবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে টানা দুই মৌসুম শিরোপা জেতার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন।
এবার ম্যাশ ছুঁয়েছেন নতুন মাইলফলক। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞায় সমৃদ্ধ হলেন। বিপিএলের সফলতম অধিনায়ক কোথায়থোমেন কে জানে! সতীর্থ মুশফিকুর রহিম সবার আগে রাখেন এই মাইলফলকে। তারপর এনামুল হক বিজয় নাম লেখান সেই তালিকায়। ইমরুল কায়েসও আছেন এই ক্লাবে।
শনিবার সিলেটের মাঠেই নিজের শততম ম্যাচ খেলতে নামেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি। ম্যাশ তার ১০০ ম্যাচের মধ্য ৯৫টিতে ছিলেন অধিনায়ক। আর ৬০ ম্যাচ জেতার বিপরীতে হেরেছেন ৩৪টি। জয়ের শতাংশ ৬৩.৮২।
বোলার হিসেবে ৯৬ ইনিংসে ৯৬ উইকেট তুলেছেন মাশরাফি। সেরা বোলিং ১১ রানে ৪ উইকেট। বিপিএলে তার ওপরে আছেন রুবেল হোসেন (৯৭) ও সাকিব আল হাসান (১২৬)। মানে উইকেটের সেঞ্চুরি সামনে এখন মাশরাফি।
Discussion about this post