বাংলাদেশ ক্রিকেট দল এখন প্রধান কোচ শুণ্য আছে। চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় কেউ নিয়োগ পাননি। যদিও এ নিয়ে চিন্তার কিছু দেখছেন না সহকারী কোচ রিচার্ড হ্যালসাল। বুধবার বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। সামনের ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আগের মতোই কাজ করতে চান এ অস্ট্রেলিয়ান। তার কাছ থেকে মাশরাফিরা পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন।
হ্যালসাল এদিন বলেন, ‘আমি শুধু তাদেরকে মনে করি দিচ্ছি তারা কোন জায়গাটায় ভালো। এবং সে জায়গাটায় বেশি মনোযোগী হও। আমি তাদের সামর্থ্যে পুরো বিশ্বাস রাখছি। তারা যদি স্বাধীনতা পেয়ে খেলে তাহলে ব্যতিক্রমী দল হয়ে উঠবে।’
ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে লঙ্কানদের সঙ্গে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কৌশলকেও মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। হ্যালসাল এনিয়ে বলেন, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা কিছুদিন আগে ভারতে কঠিন সময় পার করেছে। তারা খুব বাজেভাবে হেরেছে, কিন্তু এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। তবে শ্রীলঙ্কা ভালো দল, তারা কী করতে পারে; সেই সম্পর্কে আমরা অবগত। আমরা মিরপুরে খেলছি। শেষ তিন বছরে ইংলিশরা বাদে আমাদের এখান থেকে কেউ সিরিজ জিততে পারেনি। অন্য দুই দলের তুলনায় বাংলাদেশ বেশ ভারসাম্য একটি দল।’
ত্রিদেশীয় সিরিজে সিনিয়রদের দ্বায়িত্ব নিতে বললেন হ্যালসল, ‘বাংলাদেশের ভাগ্য খুবই ভালো যে দলটির দুর্দান্ত সব সিনিয়র ক্রিকেটার আছে। দুই অধিনায়ক মাশরাফি ও সাকিবের সঙ্গে মুশফিক, মাহমুদউল্লাহ ও তামিম আছেন। ওরা এখন আরও বেশি সম্পৃক্ত হতে পারবে। বয়স বাড়লে লোকে আরও বেশি দায়িত্বশীল হয়, সেটি রোমাঞ্চকর। এই দলের জন্য সামনের সময়টুকুও দারুণ রোমাঞ্চকর পদক্ষেপ।’
Discussion about this post