বাংলাদেশের ফ্রাঞ্চাইজি লিগ মানেই রবি বোপারা। এই ইংলিশ অলরাউন্ডার নিয়মিত খেলেছেন দেশের ঘরোয়া লিগে। ২০১৩ থেকে দেখা যাচ্ছে তাকে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন রংপুর রাইডার্সে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সতীর্থ তিনি। আর এটাই স্বস্তি দিচ্ছে বোপারাকে। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ককে পেয়ে উচ্ছসিত এই ক্রিকেটার বলছিলেন, ‘মাশরাফির নিজে শতভাগ ঢেলে দেয় মাঠে। তার অধীনে খেললে শতভাগ ঢেলে না দিয়ে উপায় নেই আপনার। তার অধীনে অলস হওয়া যাবে না।’
শুধু অধিনায়ক নন, ক্রিকেটার মাশরাফিতেও মুগ্ধ বোপারা। জানালেন, ‘তিনি নিখুঁত লাইন ও লেংথে বল করেন। ব্যাটসম্যান হিসেবে দারুণ মারকুটে। সত্যি বলতে কী ও রাজত্ব করতেই মাঠে নামে।’ যদিও বিপিএলে সাফল্য পেতে উইকেট বড় বুমিকা রাখতে পারে বলে মনে করছেন রংপুরের এই ক্রিকেটার। বলছিলেন, ‘দেখুন পিচের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেট ভালো হলে ভালো একটা টুর্নামেন্ট হবে। আমরা সব দলের বিপক্ষেই লড়াই করবো। আমাদের জেতার মতো দল গড়েছি আমরা।’
ভুল বলেন নি বোপারা। তিনি ছাড়াও রংপুর রাইডার্স দলে আছেন ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল ও লাসিথ মালিঙ্গার মতো মহা তারকা ক্রিকেটার। দলের কোচ টম মুডি। আগামী ৪ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট।
ইংল্যান্ডের হয়ে ৩৮টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলে ৭১১ রান করেন বোপারা। ২৬৪টি ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৬.৪৫ গড়ে ৫২৬৫ রান রয়েছে তার।
Discussion about this post