ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গোটা বাংলাদেশেই এখন নির্বাচনী আমেজ। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এবার নড়াইল-২ আসন থেকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়বেন মাশরাফি বিন মুর্তজা। অবশ্য অন্যদের মতো এখনই নির্বাচনের মাঠে যেতে পারছেন না টাইগারদের ওয়ানডে অধিনায়ক। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে আছে তার। এ অবস্থায় সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ।
৯ ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ওয়ানডে ১১ ও ১৪ ডিসেম্বর। এই তিনটি ম্যাচ শেষেই নড়াইলে গিয়ে নির্বাচনী প্রচারে নামবেন মাশরাফি। তাকে নিয়ে মোটেও চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারা। কর্তাদের বিশ্বাস মাঠের ক্রিকেট আর রাজনীতি দুটো একসঙ্গে মিশিয়ে ফেলবেন না আকরাম।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মঙ্গলবার বলেন, ‘দেখুন, আমি ক্রিকেটীয় দিক থেকে বলছি, আমাদের যদি মাশরাফি পুরো সিরিজে সময় দেয় তাহলে তো আমাদের কোন অসুবিধা হবে না। আর সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তাঁর কোয়ালিটি অনেক বেশি। এই ধরণের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই। মাশরাফি খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়। আর অনুশীলন আছে, নিয়মিত যদি অনুশীলন করে তাহলে আমাদের কোনও সমস্যা হবে না।’
এখানেই শেষ করেন নি আকরাম খান। আরো বলেন, ‘মাশরাফি যদি অনুশীলনে নিয়মিত হয় তাহলে আমাদের কোন সমস্যা হবে না। আর বাকিটা ওর ব্যক্তিগত ব্যাপার। ও কিভাবে এটা মেনে চলছে তা সম্পূর্ণ তাঁর নিজের ব্যাপার।’
Discussion about this post