পত্রিকা আর অনলাইনে খবরটি ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়েন ভক্তরা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তারের কথায় স্বস্তি ফিরে। শনিবার হঠাৎ করে অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যেতে হয় মাশরাফি বিন মতুর্জাকে। কিছু পরীক্ষা-নীরিক্ষাও করাতে হয়। সকালে কাশি এবং কফের সঙ্গে কিছুটা রক্ত দেখে ভয় পেয়ে গিয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
রোববারও স্বস্তির খবর মিলল। ডাক্তারী পরীক্ষায় মাশরাফির ফুসফুসের পরীক্ষায় কোনো সমস্যা চোখে পড়েনি। হাসপাতালেও ভর্তি হতে হয়নি তাকে। এখন বাসাতেই বিশ্রামে আছেন মাশরাফি। বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী স্পষ্ট জানালেন, ‘মাশরাফি এখন পুরোপুরি সুস্থ। তবুও হাসপাতালে গিয়ে যে পরীক্ষাগুলো করা হয়েছে, সেগুলোর মধ্যে একটির রিপোর্ট দেয়া হবে মঙ্গলবার। অবশ্য এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এমনিতেই তাকে নিষেধ করেছিলাম পরীক্ষা করাতে। তবুও সে কিছু রুটিন টেস্ট করিয়েছে। তাতে কোনো সমস্যা ধরা পড়েনি।’
ডাক্তাররা আপাতত সতর্কতামূলকভাবে মাশরাফিকে দু’দিন বিশ্রামে থাকতে বলেছে। জাতীয় দল এখন চট্টগ্রামে অনুশীলনে রয়েছে। ঢাকায় ফিরলে মুশফিকদের সঙ্গে যোগ দেবেন ম্যাশ। যদিও টেস্ট দলের বাইরে আছেন তিনি। এ মাসেই ঢাকা সফরে আসছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের সঙ্গে দু্টি টেস্ট খেলবে তারা।
Discussion about this post