ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি বছর ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজের মধ্যে দিয়েই নেতৃত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এখনও অবসর নেননি তিনি। কোচ-নির্বাচকরা চাইলে এ তারকা পেসার খেলে যেতে চান দলের প্রয়োজনে। তবে বাংলাদেশ দলের বোলিং কোচ ওটিস গিবসন জানালেন, প্রধান কোচের ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনায় নেই মাশরাফি। তাই তিনি নড়াইল এক্সপ্রেসকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন।
গিবসনের মতে, মাশরাফি দেশকে অনেক সম্মান এনে দিয়েছেন। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। মাঠে থেকে তরুণদের সে অনেক কিছু শিখিয়ে দিতে চায়। কিন্তু আমার মনে হয় না, এটা ভালো কোন উপায়। বরং তরুণদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অন্য কোন পথ খুঁজে নিতে হবে।
মাশরাফি সম্পর্কে গিবসন বলেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তার ভবিষ্যত পরিকল্পনায় মাশরাফিকে রেখেছেন। প্রত্যেক কোচই ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে নতুন করে দল গড়তে চাইবেন। কোচের চিন্তায় এখন হাসান মাহমুদ, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, ইবাদত হোসেন যে এখন সাদা বলের ক্রিকেট খেলেনি, তাসকিন, মেহেদি হাসান রানারা আছে।’
গিসবনই কোচিং স্টাফদের মধ্যে প্রথম মাশরাফিকে অবসর নিয়ে ভাবতে বললেন। এছাড়া তরুণ পেসার হাসান মাহমুদ, ইবাদতদের নিয়ে তার পরিকল্পনা নিয়ে গিবসন বলেন, ‘আমি ইবাদতে মুগ্ধ। সে ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে। তাসকিনের সঙ্গে আমার অল্প কথা হয়েছে, সে তার সেরাটা দিতে মুখিয়ে আছে। খালেদ ইনজুরিতে ছিল। তরুণ হাসানকে আমার সত্যি খুবই ভালো লেগেছে। তার ওপর অনেক আস্থা আমার। সে বাংলাদেশের সেরা পেসার হতে পারে। শিখতে খুবই আগ্রহী ও। তার বোলিং অ্যাকশনও খুবই দারুণ। তাকে আরও ভালো বোলার হিসেবে তৈরির সব সুযোগ আছে। আমি আগামী কয়েক বছর তাকে খেলতে দেখে খুবই খুশি হবো। তাকে নিয়ে আমার অনেক আশা।’
Discussion about this post