এ যেন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা। হেসে-খেলে প্রতিপক্ষকে উড়িয়ে নারী এশিয়া কাপ ক্রিকেটের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল বাংলাদেশ দল। শুরুতে ব্যাট হাতে দারুণ লড়লেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা। এরপর দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিক উপহার দিলেন অভিষেক ম্যাচ খেলতে নামা ফারিহা তৃষ্ণা। দুইয়ের পথ ধরে মালয়েশিয়াকে উড়িয়ে উড়ল বাংলাদেশ নারী দল।
বৃহস্পতিবার নারী এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ জিতল ৮৮ রানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে মাত্র ৪১ রানে অলআউট করল টাইগ্রেসরা। এনিয়ে টুর্নামেন্টে তিন ম্যাচের ২টিতে জিতল স্বাগতিকরা।
এদিন বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করতে নামে। সিলেটের স্লো উইকেটে তারা ৫ উইকেটে তুলে ১২৯ রান। জবাব দিতে নেমে মাত্র ৪১ রানে অলআউট হয় মালয়েশিয়া। ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের সামনে অসহায় ছিলেন মালয়েশিয়ান ব্যাটাররা। অভিষেক ম্যাচে ফারিহা তৃষ্ণা করেন হ্যাটট্রিক।
ঠে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে ঝড় তুলেন তৃষ্ণা। শুরুতে মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করেন। দ্বিতীয় বলে এলবিডব্লিউ করে ব্যাটার মাস এলিসাকে।
তৃতীয় বলে মাহিরা ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিককের আনন্দে ভাসেন ফারিহা। ৪ ওভারের স্পেলে ১২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তৃষ্ণা। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার এখন তিনি।
ইতিহাস জানাচ্ছে, নারী টি-টুয়েন্টিতে এটি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফাহিমা খাতুন। অভিষেকে প্রথম এই কীর্তি গড়েন নেপালের অঞ্জলি চাঁদা, ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে।
এর আগে ব্যাট হাতে মুর্শিদা-জ্যোতি দারুণ খেলেন। দুজনেই ফিফটি করে দলকে এনে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ। দুজনেরই ক্যারিয়ারের এটি তৃতীয় ফিফটি। মুর্শিদা ফিফটি করেন ৪৭ বলে। আউট ৫৪ বলে ৫৬ রানে। জ্যোতি ঝড়ো ইনিংসে মাত্র ৩২ বলে ফিফটি হাঁকান। আউট হন ৫৩ রানে।
Discussion about this post