দলে ছিলেন না ক্ষুদে যাদুকর লিওনেল মেসি। মনে হচ্ছিল তাকে ছাড়া বুঝি হারতেই যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই বলে কথা। মারাকানায় ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হারের দুঃসহ স্মৃতিটাও তাড়িয়ে বেড়াচ্ছিল। তবে বুধবার রাতে দুঃখটা কিছু হলেও ঘুচল আর্জেন্টিনার। মেসিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে তারা ৪-২ গোলে হারাল জার্মানিকে।
জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। তার ম্যাজিকেই বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিল লাতিন আমেরিকার দেশটি।
অথচ চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি মারিয়া।
বুধবার রাতে জার্মানির ডুসেলডর্ফে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন সার্জিও আগুয়েরো, এরিক লামেলা ও ফেদেরিকো ফের্নান্দেস এবং ডি মারিয়া। নিজে একটি গোল করার পাশাপাশি বাকী তিন গোলেই ছিল তার বড় অবদান।
জার্মানির দুটি গোল করেন আন্দ্রে শুরেল ও মারিও গোটসে। গোটজের গোলই বিশ্বকাপ ফাইনালে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে।
এ ম্যাচ দিয়েই আর্জেন্টিনার কোচ হিসেবে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হল কোচ জেরার্দো মার্তিনোর। আলেসান্দ্রো সাবেলার জায়গায় নিয়োগ পেয়েছেন তিনি।
এদিকে বুধবার নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে জিতেছে ইংল্যান্ড। ওয়েন রুনি অধিনায়কত্বের প্রথম ম্যাচটা স্মরনীয় করে রাখলেন। তার পেনাল্টি গোলই জেতাল ইংলিশদের।
Discussion about this post