ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে বছরের বড় একটা অংশ মাঠের বাইরে থাকতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। গত মার্চের পর নেই আন্তর্জাতিক ক্রিকেটে। সব ঠিক থাকলে জানুয়ারিতেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
তিনশ দিনেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দল মানিয়ে নিতে অবশ্য সমস্যায় পড়বে বলে মনে করেন না আল আমিন হোসেন।
শনিবার জাতীয় দলের এই পেসার গণমাধ্যমে বলেন, ‘আমার কাছে মনে হয় শেষ কয়েক মাস আমরা ভালো মানের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছি। একটি ওয়ানডে টুর্নামেন্ট খেলেছি। অন্যটি টি-টুয়েন্টি। যখন দল দেবে, সবাই একসাথে অনুশীলন করবে। তখন আরো ভালোমানের প্রস্তুতি নেওয়া যাবে।’
সব ঠিক থাকলে ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু টাইগারদের মিশন। আর টেস্ট খেলতনে নামবে ৩৪৪ দিন পর। আল আমিন মনে করেন এই বিরতি কাটিয়ে বাংলাদেশ ভালোভাবে মানিয়ে নিতে পারবে।
যদিও সদ্য শেষ টুর্নামেন্টে আল আমিন নিজে তেমন ভাল খেলতে পারেন নি। জাতীয় দলের এই পেসার বলেন, ‘বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পারফরম্যান্স যদি মূল্যায়ন করতে বলেন, আমি বলব ওভারঅল ভালো হয়নি। আরো ভালো হতে পারত।’
আল-আমিন ৯ ম্যাচে নেন ৫ উইকেট। হতাশ করা পারফরম্যান্স। তারপরও শনিবার মিরপুরে একক অনুশীলন শেষে আল-আমিন জানাচ্ছিলেন, ‘দেখুন, আমরা ফাইনাল খেলেছি ১৮ ডিসেম্বর। তারপরে ৮-৯ দিন কিছুই করা হয়নি। এজন্য মাঠে আসা। আস্তে আস্তে রানিংটা শুরু করেছি, কাল থেকে জিম। আরো ৩-৪ দিন ফিটনেস নিয়ে কাজ করার পর বোলিং টা শুরু করব।’
এ অবস্থায় দলে থাকবেন কীনা জানেন না। আল আমিন বলেন, ‘অন্তর্ভূক্ত হবো নাকি জবো না সেটা আমার এখতিয়ার না। আমিও থাকব কিনা এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচক যারা আছেন তারা ভালো বুঝবেন।’
Discussion about this post