কিছুদিন ধরেই অনলাইনে উড়ে বেড়াচ্ছে খবরটি। এরপরই পথ ধরে ক্রিকেটপ্রেমীরা বিভ্রান্ত। সত্যিই কি তাসকিন আহমেদ তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন? এই প্রশ্ন সবার মুখে। এমন অভিযোগে ক্ষুব্ধ ও বিব্রত বাংলাদেশ ক্রিকেটের এই পেসার। যে সকল সংবাদ মাধ্যম তাকে নিয়ে এমন মনগড়া সংবাদ প্রচার করেছে তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবেন তাসকিন।
শনিবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তাসকিন বলেন, ‘আমি কখনো দেখিনি কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম এই ধরনের নিউজ করে। কিন্তু যারা করছে এরা দেশের মান খারাপ করছে, ক্রিকেটের মান খারাপ করছে।’ তাসকিন আরো বলেন, ‘দেখুন, আমরা যারা আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলি তাদের শুধু বাংলাদেশই না দেশের বাইরে অনেকেই চেনে। যেটা করছে ঠিক করছে না। আমার মতে যাদের সম্পর্কে এমন ভুল সংবাদ পরিবশেন করবে, মিথ্যা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া উচিত। আমি ও মানহানি মামলা করবো। এনিয়ে বাবার সঙ্গে কথা হয়েছে।’
এমন খবরের উত্তেজিত তাসকিন আরো জানালেন, ‘ওরা আজ আমাকে নিয়ে এ ধরনের নিউজ করেছে, আরেকদিন সাকিব ভাই, মাশরাফি ভাইকে নিয়ে করবে। মাঝে মাধ্যেই ভাবি যারা এরকম নিউজ করে তাদের পরিবার ঠিকঠাক আছে কি না।’
বলা দরকার, গত ২২ ফেব্রুয়ারি দেশের একটি অনলাইন পোর্টাল ‘এবার বউ পেটালেন তাসকিন’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। এরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
Discussion about this post