ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টির পর টেস্টেও হতাশা সঙ্গী হলো বাংলাদেশ দলের। মাথা নিচু করে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সফরে সাফল্য মিলছে না। মঙ্গলবার প্রথম দফায় ফেরার তালিকায় ১২ টাইগার ক্রিকেটার।
১৬ বছর পর দেশটিতে টেস্ট ক্রিকেট খেলতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হল টাইগারদের। সব শেষ ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানে রাওয়ালপিন্ডি টেস্টে হেরেছে বাংলাদেশ।
সেই মিশন শেষে মঙ্গলবার বিকেলে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান টাইগার ক্রিকেটাররা। প্রথম দফায় ঢাকায় পা রাখলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন দাস ছাড়াও ১২ জন ক্রিকেটার। বুধবার ফিরবেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।
ভিআইপি টার্মিনাল দিয়ে নীরবেই পার হলেন টেস্ট দলের সদস্যরা। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। বাংলাদেশ জাতীয় দল তৃতীয় দফায় পাকিস্তান যাবে এপ্রিলের শুরুতে। তখন একটি ওয়ানডে ম্যাচ ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে। এরপর ৫ এপ্রিল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
Discussion about this post