ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাঠের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। কিন্তু রোববার ব্যাটিং অনুশীলনে সাব্বির রহমান রুম্মনের একটি শট থেকে গিয়ে বল লাগে মেহেদী হাসান মিরাজের মাথায়। সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে মাঠের এক প্রান্তে ছিলেন তিনি। সেন্টার উইকেটে তখন ব্যাটিং প্র্যাকটিস করছিলেন সাব্বির। তখনই তার সজোরে একটি শট এক ড্রপ দিয়ে গিয়ে আঘাত হানে মিরাজের মাথায়।
বলের আঘাতে কিছুক্ষণ অচেতন ছিলেন তিনি। এরপর উঠে দাঁড়ান। রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিলেন। আফগানিস্তানের সঙ্গে সোমবারের ম্যাচের আগে বড় ধাক্কা টাইগারদের।
সাউদাম্পটনের স্পিনিং উইকেটে দলের সেরা অস্ত্র হতে পারেন মেহেদী হাসান মিরাজ। তবে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে কোন সমস্যা নেই। পরীক্ষা নিরীক্ষার পর শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে তাকে। স্টেডিয়াম ছেড়ে যাওয়ার আগে অবশ্য বেশ হাসিখুশিই দেখা গেছে তাকে। বিপদ যে কেটে গেছে আঁচ করা গেল। তবে দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
দলে ইনজুরি সমস্যা রয়েছেই টাইগারদের। মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনের চোট নিয়ে সমস্যায় বাংলাদেশ। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাও হালকা চোট খেলছেন। এ অবস্থায় মিরাজের এমন আঘাত চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজম্যান্টকে।
Discussion about this post