ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের শুরু থেকেই ঘরবন্দি ছিলেন জাহানারা আলম। টানা ৫ মাস ঢাকায় কাটানোর পরই ২০ জুলাই অবশেষে খুলনার বাড়িতে যান নারী দলের এ ক্রিকেটার। সেখানেই কোরবানির ঈদ করে বুধবার ফের ঢাকায় ফিরেছেন তিনি। এবার মাঠে ফিরতে চাইছেন তিনি। এজন্য বিসিবির সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন।
বিসিবি থেকে অনুমতি পাওয়ার পরই ব্যক্তিগত অনুশীলনে মাঠে নামবেন জাহানারা। এ ব্যাপারে তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘বিসিবি থেকে আমাদের মতামত নেওয়া হয়েছে। আমরা জানিয়েছি, অনুশীলন করতে চাই। বিসিবি থেকে এখনো সূচি দেয়নি। বিসিবি সূচি দিলেই অনুশীলন শুরু করবো। আমার ইচ্ছে আছে, ঢাকায় ফিরে ৬ কিংবা ৭ তারিখে অনুশীলন শুরু করতে চাই।’
খুলনায় বাড়ি গিয়ে অবশ্য বন্দি ছিলেন না জাহানারা। উন্মুক্ত পরিবেশ পেয়ে দারুণ সময় কাটিয়েছেন এ পেসার। সোমবার বাগেরহাটের রামপাল গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে জাল ফেলে মাছও ধরেছেন। যার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত দুই সপ্তাহ ধরে এই উপভোগ্য সময় কাটানো নিয়ে সাবেক অধিনায়ক বলেছেন, ‘ঈদ অনেক ভালো কেটেছে। করোনার মধ্যে এতো ভালো কাটবে আশা করিনি। মাছ শিকার করেছি, ঘুরেছি, রান্না করেছি। মাছ শিকার করে খুব আনন্দ লেগেছে, এটা আমার শখ। কিন্তু সুযোগ হয় না। সোমবার সুযোগ হলো, তাই সুযোগটা হাতছাড়া করিনি।’
জাহানারা আরও জানিয়েছেন, ‘আমার এক আত্মীয়ের বাড়িতে বিশাল দীঘি আছে, সেখানে মাছের ঘেরও আছে। এসব দেখে লোভ সামলাতে পারলাম না। ভাবীর এক জামা পরে জাল ফেলে মাছ শিকার করেছি। কখনোই এই সুযোগ হয়নি। করোনার কারণে হয়তো এই সুযোগটা পেলাম। দারুণ এক অভিজ্ঞতা।’
Discussion about this post