মাঠে ফিরছেন আবার ক্রিকেটারেরা। আগামীকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। ৩০ ক্রিকেটার নিয়ে চলবে ওই ক্যাম্প। ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছে শেন জার্গেনসনের নেতৃত্বাধীন বিসিবির কোচিং স্টাফ। গত ১৪ মে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। সে থেকেই বিশ্রামে তারা। কেউ কেউ দেশের বাইরে। কাল থেকে ক্যাম্প শুরু হলেও হেড কোচ পাচ্ছে না সবাইকে। তবে জাতীয় দলের জন্যই শুধু নয় ওই ক্যাম্প। আগস্টে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। গোটা আটেক ম্যাচ খেলবেন তারা সেখানে। ‘এ’ দলের হয়ে জাতীয় দলের স্কোয়াডে থাকা ও জাতীয় দলের সম্ভাবনাময় কয়েকজন ক্রিকেটারও থাকছেন ওই স্কোয়াডে। তবে বিসিবির নির্বাচক প্যানেল ৩০ সদস্যের যে স্কোয়াড দিয়েছে তাদেরকে মূলত অক্টোবর নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের প্রস্তুতিকে কেন্দ্র করে প্রাথমিক স্কোয়াড বলে ঘোষণা দিয়েছেন।
এ দিকে জাতীয় দল মাসখানেক ছুটি পেলেও ওই স্কোয়াডের বাইরে থাকা অনেক ক্রিকেটার দীর্ঘ দিন থেকেই ব্যাট-বলের অনুশীলন থেকে বাইরে। ফেব্রুয়ারিতে বিপিএল শেষ হওয়ার পর থেকেই আর কোনো ক্রিকেটের সাথে জড়িত ছিল না তারা। ফলে কন্ডিশনিং ক্যাম্পটা জরুরি তাদের। ইংল্যান্ড সফরে ‘এ’ দলের দায়িত্বে থাকবেন সম্ভবত অস্ট্রেলিয়ান কোচ শেন জার্গেনসন। তবে জাতীয় দলে বেশ কিছু দিন যাবৎই রয়েছে ইনজুরি সমস্যা। বিশেষ করে প্রতিযোগিতামূলক বিপিএল খেলার পর থেকেই অনেক ক্রিকেটার ইনজুরড হয়েছেন। অবশ্য তার আগ থেকেও ইনজুরড ছিলেন সাকিব ও মাশরাফি। ইনজুরি নিয়েও খেলেছেন তারা বিপিএলে। যার সুবাদে বিপিএলের পর শ্রীলঙ্কা সফরে জাতীয় দল পড়ে গিয়েছিল মহাসমস্যায়। দল ঘোষণার পর থেকে বিমানে ওঠার আগমুহূর্ত পর্যন্ত ইনজুরির জন্য দলে পরিবর্তন আনতে হয়। শ্রীলঙ্কা যেয়েও প্রতিনিয়ত চলছে ইনজুরি ও রিপ্লেস পর্ব। ফলে এই কন্ডিশনিং ক্যাম্প ইনজুরড ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ফেরার কাজে সহায়তা করবে।
এ দিকে জিম্বাবুয়ে থেকে জাতীয় দল ফিরে বিশ্রামে থাকলেও দুই ইস্যুতে তোলপাড় ছিল ক্রিকেটাঙ্গন। প্রথম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে অংশ নেয়াকে কেন্দ্র করে মুশফিক ও জাতীয় দলের অন্য ক্রিকেটারদের নিজেদের মধ্যে পরামর্শকে নিয়েই করে সমালোচনা। এরপরই ফিক্সিং ইস্যুতে উত্তপ্ত হওয়া। শেষটার রেশ এখনো কাটেনি। কাল থেকে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হলেও সেখানে নিজেদের মধ্যে ক্ষাণিকটা জুড়ে থাকবে ওই আমেজ। ৩০ সদস্যের স্কোয়াডে থাকছেন না মোহাম্মাদ আশরাফুল। জাতীয় দলের তিন ফরম্যাটে সর্বশেষ সিরিজে থাকলেও বিপিএলে নিজে থেকে ফিক্সিংয়ে জড়িত থাকার দায় স্বীকার করলে বিসিবি সাময়িক নিষিদ্ধ করে তাকে সব ধরনের ক্রিকেট থেকে। যদিও আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) এখনো চূড়ান্ত কোনো প্রতিবেদন দাখিল করেনি বিসিবিতে। গত পরশু দুই সদস্যের প্রতিনিধিদল আবার ঢাকায় এলেও ওই গোপন মিশন শেষে চলেও গেছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বসেছিল গতকাল আলোচনায়। সেখানে মূলত ক্রিকেটারদের কন্ডিশনি ক্যাম্প ছাড়াও আগামী কিছু সফরের বিষয়ে আলোচনা হয়। জানা গেছে, আয়ারল্যান্ডে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ও দু’টি টি-২০ ম্যাচ খেলার যে প্রস্তাব সেটা বাতিল করে দিয়েছে বিসিবি। আগস্টে ক্রিকেট নিয়ে ব্যাস্ততা থাকার দরুন ওই সফরে আগ্রহী হয়নি বিসিবি।
৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের সদস্যরা হলেন : মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মাদ ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি বিন মোর্তুজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, রুবেল হোসেন, মোশাররফ হোসেন, মমিনুল হক, শামছুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, শাহাদত হোসেন রাজিব, রবিউল ইসলাম, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা, সাকলাইন সজীব, মেহরাব হোসেন জুনিয়র, নাজমুল হোসেন মিলন, সাজেদুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিকী।
-ক্রীড়া প্রতিবেদক
Discussion about this post