এটা তার শত্রুরাও মানেন-মুশফিকুর রহিম বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার। অনুশীলনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন তিনি। সাফল্যও পান অন্যদের চেয়ে বেশি। সেই উইকেট কিপার-ব্যাটসম্যান এবার অনন্য এক মাইলফলকে পা রাখলেন। শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নেমেই করলেন অন্যরকম এক সেঞ্চুরি।
দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচের সেঞ্চুরি করলেন মিস্টার ডিপেন্ডেবল। মিরপুরে শনিবার নামলেন মুশফিক তার শততম ম্যাচে।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ গড়েছেন এই রেকর্ড। মুশফিক ছুঁয়ে ফেললেন তার ভায়রা ভাইকে। সাকিব আল হাসান আছেন এর পেছনে। ৯৫ ম্যাচ খেলেছেন তিনি।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ক্রিকেটে মুশফিকের অভিষেক ২৮ নভেম্বর, ২০০৬ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচের আগে ১৯.৭৯ গড়ে মুশফিকের সংগ্রহ ১৪৬৫ রান। সর্বোচ্চ অপরাজিত ৭২। হাফ সেঞ্চুরি ৭টি। এদিনও মন্দ ব্যাট করলেন না। ২৫ বলে করেন ৩০ রান।
এর আগে চোটের কারণে ছিলেন না পাকিস্তান সিরিজে। ইনজুরিতে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের দলে থাকা হয়নি। অপেক্ষা শেষে এবার সুযোগ মিলল রেকর্ড গড়ার। মাঠে নেমেই করলেন সেঞ্চুরি। ম্যাচ খেলার মাইলস্টোন। মুশফিক ফেরায় একাদশে জায়গা হারান ইয়াসির আলি চৌধুরি। অভিষেকের পরের ম্যাচেই তিনি বাদ!
Discussion about this post