ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতো এক বিশ্বকাপ কেটেছে সাকিব আল হাসানের। ব্যাটে-বলে দেখিয়েছিলেন দাপট। ৬০৬ রানের সঙ্গে ১১ উইকেট। সেই অর্জনের পর থেকেই আছেন ছুটির আমেজে। স্ত্রী-সন্তান নিয়ে ইউরোপ বেড়ানোর পর গিয়েছিলেন মার্কিন মুল্লুকে। সেখানে সময় কাটিয়ে ফের দেশে বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে শুক্রবার মধ্যরাতেই ঢাকা ছাড়ার কথা সাকিব আল হাসানের। দ্বিতীয়বারের মতো পবিত্র হজব্রত পালন করতে রাতেই ঢাকা ছাড়বেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। সঙ্গে যাচ্ছেন তার মা। রাত ১১টার ফ্লাইটে মাকে নিয়ে সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা সাকিবের।
এর আগেও হজব্রত পালন করেছেন সাকিব। গত বছর হজে গিয়েছিলেন সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হয়ে। তখন দীর্ঘ সময়ের প্যাকেজ ছিল না। ৭-৮ দিনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতোই হজ পালন করেন সাকিব।
তবে এবার মাকে নিয়ে নিজের মতো পবিত্র হজ পালন করবেন সাকিব। এ কারণেই তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রি থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। দেশে ফিরে সাকিব গিয়েছিলেন চট্টগ্রামে। সেখানে সংবর্ধনা শেষে ডেঙ্গু সচেতনতায় কাজও করেছেন টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক।
Discussion about this post