ছুটি পেয়েছিলেন আগেই। তবে দেশ ছাড়তে কিছুদিন সময় নিলেন সাকিব আল হাসান। রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের পথে ঢাকা ছেড়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে সঙ্গে নিয়ে মার্কিন মুল্লুকের উদ্দেশে যাত্রা করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ দল নিউজিল্যান্ডগামী বিমানে উঠবে ২৩ ফেব্রুয়ারি। তার আগেই দেশ ছেড়েছেন সাকিব। তৃতয়ি সন্তানের জন্মের আগে থাকতে চান স্ত্রীর পাশে।
সাকিব তার মা শিরিন আক্তারকে সঙ্গে নিয়ে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে রোববার দিবাগত রাত ঢাকা ছাড়েন। এইতো
নতুন বছরের প্রথম দিনই তৃতীয়বারের মতো বাবা হওয়ার সুখবর দেন সাকিব। সব ঠিক থাকলে মার্চ মাসের শুরুর দিকেই পৃথিবীর আলো দেখবে সাকিব- উম্মে আহমেদ শিশির দম্পতির তৃতীয় সন্তান।
নিষেধাজ্ঞা শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দেখান চমক। কিনউত এরপর ঊরুর চোটে ছিটকে যান টেস্ট থেকে। এ অবস্থায় সন্তান জন্মের আগে পিতৃত্বকালীন ছুটি চান তিনি। সাকিবের আবেদন মঞ্জুর করে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড না গিয়ে তিনি এ কারণেই গেলেন যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে।
সাকিব-শিশির দম্পতির সংসারে আছে দুই কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্ম নেয় প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে আসে সাকিব-শিশিরের ঘরে।
Discussion about this post