একটা সময় ছিল, যখন ক্রিকেট মানেই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ। তারপর এল আফগানিস্তান, নেপাল, স্কটল্যান্ড। এখন? এখন তালিকায় যোগ হতে পারে ফিনল্যান্ড! আর সে সম্ভাবনার নাম- মহেশ তাম্বে।
যে ম্যাচে তাম্বে বল হাতে নামলেন, সেদিন কেউই ভাবেনি যে ক্রিকেট ইতিহাসে একটা বড় তারিখ হয়ে থাকবে ২৮ জুলাই, ২০২৫। এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচটা ছিল ফিনল্যান্ডের জন্য আরেকটা সাধারণ সিরিজের অংশ। কিন্তু মহেশ তাম্বে সেটা করলেন অসাধারণ।
মাত্র ৮ বল। হ্যাঁ, ৮ বলেই তিনি তুলে নিলেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ডটা নিজের করে নিলেন এই ভারতীয় বংশোদ্ভূত ফিনিশ ক্রিকেটার। পেছনে ফেললেন রশিদ খানকে, জুনায়েদ আজিজকে।
ক্রিকেট কতটা চমকপ্রদ হতে পারে, সেটার আবার একটা প্রমাণ হয়ে থাকল এই ম্যাচ। যে খেলায় শুরুর দিকে এস্তোনিয়া ছিল ৭২/১, সেখান থেকে তাম্বের আগমনে ধসে পড়ে যায় পুরো ইনিংস-১৪১ রানে গুটিয়ে যায় তারা। তাম্বের বলগুলো যেন বোলিং নয়, একটা নাটকের দৃশ্য।
যারা ক্রিকেট শুধু বড় দেশগুলো ঘিরে দেখেন, তাদের জন্য মহেশ তাম্বে একটা ধাক্কা-একটা জোরালো বার্তা। খেলাটা এখন বিশ্বময়।
Discussion about this post