ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল বধির দলের ক্রিকেটার মোহাম্মদ ইরফানের মৃত্যুর খবর। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটার মোহাম্মদ ইরফানের মারা যাওয়ার খবর। ঝড় বয়ে যায় তার পরিবারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত এই বাঁহাতি পেসার নিজেই জানালেন, তিনি মারা যাননি।
বধির ক্রিকেটার ইরফান পাকস্থলীর সংক্রমণে ৩১ বছর বয়সে মারা গেছেন গত শনিবার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে, দুর্ঘটনায় মারা গেছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা দীর্ঘদেহী পেসার ইরফান। তাই বাধ্য হয়ে রোববার রাতে টুইটারে ইরফান জানিয়েছেন, তিনি ভালো আছেন, ‘সড়ক দুর্ঘটনায় আমার মারা যাওয়ার ভিত্তিহীন খবর ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু আউটলেট। আমার পরিবার ও বন্ধুদের বর্ণনাতীত দুর্ভোগ পোহাতে হচ্ছে এতে। আমার কাছেও অসংখ্য ফোন এসেছে। দয়া করে এসব বন্ধ করুন। কোনো দুর্ঘটনা ঘটেনি এবং আমরা ভালো আছি।’
ইরফানের আগে গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বিমান দুর্ঘটনায় পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর মারা যাওয়ার খবর। এ খবর সত্য নয় বলে তখন জানিয়ে ছিলেন ইয়াসির।
Discussion about this post