আক্রমণ করতেই পছন্দ করেন তিনি। ব্যাটে হাতে শাসন করেন বোলারদের। ঢাকা টেস্টে অস্ট্রেলিয়া হারলেও সফল ছিলেন তিনি। তার ব্যাটে শতরানের পরও দল হেরেছিল ২০ রানে। চট্টগ্রামে সিরিজ বাঁচানোর সিরিজেও কথা বলল তার ব্যাট। বাংলাদেশের বিপক্ষে ১ম ইনিংসে করলেন সেঞ্চুরি। তবে এটি তার ধীরগতির সেঞ্চুরির তালিকায় শীর্ষে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১৩ মিনিট খেলে ওয়ার্নার সেঞ্চুরি করলেন। বুধবার ২০৯ বলে স্পর্শ করলেন সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারের মন্থরতম! ২০১৪ সালে ১৫৪ বলে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে শতরান করেন।
আগের দিন করেন ২৬৬ মিনিটে ৮৮ রানে অপরাজিত ছিলেন। বুধবার ৯৯ থেকে ১০০ পর্যন্ত যেতে খেললেন ১৫ বল। মাথা ঠান্ডা রেখে খেলে গেছেন তিনি। ৬৬ টেস্ট খেলে ২০ শতরান করেছেন। এদিন ২৩৪ বলে ১২৩ রানে মুস্তাফিজের বলে আউট হয়ে ফিরেন সাজঘরে। দু’জন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন সানরাইজার্স হায়দারাবাদে।
ওয়ার্নারের শতরানে চট্টগ্রাম টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ১ম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে তুলেছিল ৩০৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১১৩.২ ওভারে ৩০৫ (আগের দিন ২৫৩/৬) (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*; কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)
Discussion about this post