ব্যাট হাতে চমক দেখিয়েই যাচ্ছেন আব্দুল মজিদ। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শনিবার যেন শুরু করেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ওপেনার। এবার একটুর জন্য শতরান হল না। ৮৯ রানে সাজঘরে ফিরেন তিনি। আর সাবেক চ্যাম্পিয়নরা আবাহনী লিমিটেডের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ২৪৭ রান।
সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। তার সিদ্ধান্তটা যৌক্তিক করে তুলেন মজিদ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এদিনও ছিলেন দারুণ দাপটে। ৭৬ বলে তুলে নেন ফিফটি। অন্য প্রান্তে ওপেনার সালাউদ্দিন পাপ্পু অবশ্য ফিরে যান ২০ রানে। অভিষেক মিত্র করেন ১৮ রান। অধিনায়ক নাঈমের ব্যাট থেকে অবশ্য কোন রানই আসেনি। আবাহনীর মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।
এরইমধ্যে ১১৪ বলে ৮৯ রান তুলে ফিরে যান মজিদ। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা! এরপর পারভেজ রসুল ৫০ বলে করেন ৩৩ রান। মোশাররফ হোসেন রুবেল ২৯ ও সমান রান আসে নাজমুল হোসেন মিলনের ব্যাট থেকে।
আবাহনীর তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট। দুটি করে শিকার সানজামুল ইসলাম ও মেহেদেী হাসান মিরাজের।
টানা দুই জয় নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ আছে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে।
তথ্যসূত্র: ইএসপিএন-ক্রিকইনফো
Discussion about this post