জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াইটা চালিয়ে যাচ্ছেন আব্দুল মজিদ। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন ওয়ালটন সেন্ট্রাল জোনের এই ব্যাটসম্যান। মঙ্গলবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে মধ্যাহ্ন বিরতির পরই শতরান স্পর্শ করেন তিনি। ১১৪ বল খেলে ১৩টি চার ও ৩ ছক্কায় তিন অঙ্কে পা রাখেন এই ইনফর্ম ব্যাটসম্যান।
মাঠ থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার আগে ১৮২ বল খেলে ১৮ চার ও ৬ ছক্কায় ১৮২ রানে অপরাজিত ছিলেন মজিদ। তারও আগে ৫৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩ হাজার ১১০ রান করেন এই ব্যাটসম্যান। ক্যারিয়ারে ১৫টি অর্ধশতকের পাশাপাশি ৭টি শতরানের ইনিংসও আছে তার। ক্যারিয়ার সেরা ইনিংস অপরাজিত ২৫৩।
চতুর্থ রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে প্রথম ইনিংসে ৪৪ ও পরের ইনিংসে অপরাজিত ৬০ রান করে দলকে ড্র এনে দিয়েছিলেন মজিদ।
Discussion about this post