বাংলাদেশ ফুটবল বেশ কিছুদিন ধরেই পেছন পথে হাটছে। মাঠের ফুটবলে সাফল্য নেই। আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থতায় দুই বছরের জন্য নির্বাসনে আছে দল। ঠিক এ অবস্থায় ছোটদের হাত ধরে এলো দারুণ এক সাফল্য। রোববার জাপানের দল শোনান বেলমারকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৪ সুপার মক কাপের প্লেট পর্বের ট্রফি জিতল বাংলাদেশ।
অধিনায়ক ফাহিম মোর্শেদ জয়ের নায়ক। তিনিই সেই মহা মূল্যবান সেই গোলটি করেছেন। আর তাতেই কাপ পর্বে উঠতে না পারার কষ্ঠ ভুলেছে কিশোর ফুটবলাররা।
মালয়েশিয়ায় এ টুর্নামেন্টে এনিয়ে ফাহিমের গোল সংখ্যা তিনটি। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই গোল করেন এই মিডফিল্ডার।
রোববার ম্যাচের ৩২ মিনিটে ফাহিম মোর্শেদ বেলমারের পোষ্টে বল পাঠিয়ে লাল-সবুজদের উচ্ছাসে ভাসান। ৯০ মিনিটের লড়াই শেষে হাসিমুখে মাঠ ছাড়া দল।
Discussion about this post