বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন চলাকালীন নাটক ও বিতর্ক যেন শেষ হতে চায় না। শুরুর কয়েকদিন আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। পরবর্তীতে আরও কয়েকজন প্রার্থী নাম প্রত্যাহার করেন। সবমিলিয়ে ২১ জন প্রার্থী নির্বাচনের বাইরে থাকেন।
তিন নম্বর ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেন দেবব্রত পাল। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে লড়াই করেও তিনি বিজয়ী হতে পারেননি। নির্বাচনের পর কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছেন দেবব্রত। তিনি গণমাধ্যমকে বলেন, আমি শেষ পর্যন্ত থাকব বলেই চেয়েছিলাম। ক্রিকেট বোর্ডের আসল চেহারা সবার সামনে আসে-আজ সেটিই দেখেছে জাতি।”
দেবব্রত আরও বলেন, ‘ক্যাটাগরি ১, ২ ও ৩ নিয়েও আমি প্রতিবাদ করেছি। ৩ একজন পরিচালক, ১ থেকে ১০, ২ থেকে ১২, এনএসসি থেকে দুজন-মোট ২৪ জন। কোনো অনিয়ম গ্রহণ করা সম্ভব নয়, তাই বর্জনই করতে হয়।”
অন্যদিকে তামিম ইকবাল নির্বাচনের আগে নিজেই নাম প্রত্যাহার করেন। তিনি আজ ফেসবুক পোস্টে জানান, ‘বিসিবি নির্বাচনে আমার ভোট পড়েছে বলে সংবাদ আসছে, যা সত্য নয়। আমি ই-ভোটের আবেদন করেছিলাম, কিন্তু কোনোভাবে অংশ নেইনি।’
আজ সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। আনুষ্ঠানিক ফলাফলে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হয়েছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন ফলাফল ঘোষণা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ- ২০২৫
ক্যাটাগরি–১: বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত
ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম, নাজমুল আবেদীন
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী,আসিফ আকবর
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান
রংপুর বিভাগ: হাসানুজ্জামান
সিলেট বিভাগ: রাহাত শামস
বরিশাল বিভাগ:শাখাওয়াত হোসেন
ক্যাটাগরি–২: ক্লাব ও প্রতিষ্ঠানের প্রতিনিধি
– ইশতিয়াক সাদেক
– আদনান রহমান দীপন
– ফায়াজুর রহমান
– আবুল বাশার
– আমজাদ হোসেন
– শানিয়ান তানিম
– মোখছেদুল কামাল
– এম. নাজমুল ইসলাম
– ফারুক আহমেদ
– মনজুর আলম
– মেহরাব আলম চৌধুরী
– ইফতেখার রহমান মিঠু
ক্যাটাগরি–৩: বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সার্ভিসেস দল
খালেদ মাসুদ পাইলট
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক
এম. ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
Discussion about this post