ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্রামের সুযোগ পেলেন না। ফের শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। ২৬ ক্রিকেটার নিয়ে মঙ্গলবার থেকে ফের শুরু কার্যক্রম। কোচ টবি র্যাডফোর্ড আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব বুঝে নিয়ে শুরু করলেন কাজ।
শুরুতেই শিষ্যদের নিয়ে বসেছিলেন নতুন কোচ। নিজের ভাবনা তুলে ধরেন তিনি। তারপরই চলে ফিটনেস ট্রেনিং ও স্কিল সেশন।
প্রথমদিন অনুশীলনে কথা বললেন দলে থাকা আফিফ হোসেন ধ্রুব। যিনি জাতীয় দলের হয়ে এক ওয়ানডে ও ১২ টি-টুয়েন্টি খেলেছেন।
স্কোয়াডে ২১ বছর বয়সী ক্রিকেটারকে বলা যায় সিনিয়রদের একজন। আফিফ অবশ্য প্রেসিডেন্টস কাপে তেমন ভাল করতে পারেন নি। সেই ভুলগুলো শোধরাতে কাজ করবেন তিনি। বিসিবি প্রেসিডেন্টস কাপে এক ম্যাচে ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। আরেক ম্যাচে করেন ৪০। বাকি তিন ম্যাচে হতাশ করেন।
মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে মঙ্গলবার আফিফ জানাচ্ছিলেন, ‘টুর্নামেন্টে যে ভুলগুলি করেছি এই টুর্নামেন্টে, সেগুলো শুধরে নেওয়ার অনেক সময় থাকবে এখানে (ক্যাম্পে)। আশা করি, এখান থেকে আরও ভালো কিছু শিখতে পারব। এখন অনুশীলন করতে পারছি, ভালো একজন কোচের সঙ্গে কাজ করতে পারছি, আমাদের জন্য বড় একটা সুযোগ। এইচপির ক্যাম্পে যেহেতু লম্বা সময় ধরে ভুল-ত্রুটি শোধরানো নিয়ে কাজ করা যায়, নিজের জন্য তাই সুযোগ। এখানে ভালো কিছু শিখে সামনে যেন তা কাজে লাগাতে পারি।’
১২ নভেম্বর পর্যন্ত চলবে এইচপির ক্যাম্প। বিসিবির টি-টুয়েন্টি নভেম্বরে। ক্যাম্প শেষে তারা সেই লড়াইয়ে যোগ দেবেন।
বিসিবি এইচপি দল-
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।
স্পিনার: মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মেহেদি হাসান।
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।
উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি।
Discussion about this post