খবরটা এখন আড়ালেই চলে গেছে। অবশ্য তামিম ইকবাল নিজেও চাইছেন না সেই পুরনো ঘটনা সামনে নিয়ে আসতে। আবারো তিনি জানালেন এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে ‘হেইট ক্রাইমের’ শিকার হননি তিনি। ব্যাক্তিগত কারণেই একটি ম্যাচ খেলে দেশে ফিরে আসেন এই তারকা ব্যাটসম্যান। ন্যাট ওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে খেলতে গত ৮ জুলাই ইংল্যান্ড গিয়েছিলেন তামিম। ৯টি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ১ ম্যাচ খেলার পরই ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসেন। অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে তামিমের ‘প্রাইভেসি’ রক্ষা করতেও অনুরোধ করে তার দল এসেক্স।
যদিও তখন প্রায় প্রতিটি সংবাদমাধ্যমে বলা হয়েছে সফরের সময় তার স্ত্রী আয়েশা ‘হেইট ক্রাইমের’ কবলে পড়েন। এমন কী তার ওপর এসিড আক্রমণ করতে চেয়েছিল কয়েকজন ব্রটিশ তরুন। এমন ‘অসত্য প্রচারে’ হতাশ তামিম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে এখন দলের সঙ্গে চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত তিনি।
সেখানেই এই বিষয়টি নিয়ে মুখ খুললেন। ৫০তম টেস্টের মাইলফলক ছোঁয়ার আগে একটি অনলাইন সংবাদপত্রের সঙ্গে বিষয়টি নিয়ে তামিম বলেন, ‘যে ব্যাপারটা সত্যি নয়, সেটা যদি এভাবে ছড়ানো হয়, তাহলে সেটি খুবই অন্যায়। আমার জন্য ঠিক নয়। যে দেশ থেকে এসেছি, সেই দেশের জন্য ঠিক নয়। ব্যক্তিগত কারণে চলে আসতে চাওয়ার পরও যে ক্লাবটি আমাকে সম্মান জানিয়েছে, সেই ক্লাবের প্রতি ঠিক নয়।’
এমন ভুল খবরে তার পরিবারও ভুগেছে বলে জানালেন তামিম। টাইগার দলের ড্যাশিং অলরাউন্ডার বলেন, ‘এমন অপপ্রচার আমার কাছে খুব খারাপ লেগেছে। যারা এ ধরণের খবর ছড়ায়, তারা ভুলে যায়, এরকম একটা খবরের কারণে আমাকে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়। আমার স্ত্রীকেও ভুগতে হয়েছে। একটা ভুল খবরের কারণে আমার স্ত্রীকে হাজারটা ফোন কল রিসিভ করতে হয়েছে। তাছাড়া অংসখ্য মেসেজ পেয়েছে।এটা তো ওর প্রাপ্য নয়।’
তামিম আবারো জানালেন, ব্যাক্তিগত কারণেই চট জলদি কাউন্টি না খেলেই দেশে ফিরেন তিনি। যেমনটা বললেন, ‘দেখুন, আমি প্রথমে যখন বলেছিলাম ‘ব্যক্তিগত কারণ’, আমার কাছে মনে হয়েছে সেটিকেই সবার সম্মান করা উচিত ছিল। অন্তত আমি আশা করেছিলাম, তারা আমার ফেরা পর্যন্ত অপেক্ষা করবে। আমার সঙ্গে কথা বলবে। তার পর কিছু লেখার থাকলে লিখবে। না থাকলে নাই। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।’
Discussion about this post