অমর একুশে ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তখনকার পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকেই। ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন ঘটনা বিরল। ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়।
এই দিনটি পালন করতে দেশজুড়ে চলছে নানা আয়োজন। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। এই তালিকায় আছেন ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তারা।
তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ফেসবুকে বল ও স্ট্যাম্প দিয়ে শহীদ মিনার বানিয়ে লিখেছেন, ‘Paying respect to all the greatest children who bravely sacrificed their lives for our mother language. মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’
আরেক তারকা ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও এই ঘরনায় একটি শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন—
‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম দোয়েল পাখি, অক্ষর, লাল সূর্য, শহীদ মিনার ও স্মৃতি সৌধের ছবি দিয়ে লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। In remembrance of the martyrs of the Bengali Language Movement of 1952. Happy international mother language day to all.’
বাংলাদেশ জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শহীদ মিনারের ছটি পোস্ট করে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ টেস্ট অধিনায়ক মুমিনুল হক ফুল শোভিত একটি শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন-‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
লিটন কুমার দাস ফেসবুকে লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ মেহেদী হাসান মিরাজ ‘অমর একুশে’ লেখা শহীদ মিনারের ছবি দিয়ে কবিতার ছন্দে লিখেছেন-‘মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি, লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি। একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা, তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা।’ সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমার ভাষা, আমার অহংকার!
তারকা ক্রিকেটার সৌম্য সরকার লিখেছেন, ‘মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রাণ।’
Discussion about this post