ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই তার প্রতি সবার ভালোবাসাটা একটু বেশি। এজন্য অন্যান্যদের তুলনায় এ তারকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পান একটু বেশি সুযোগ সু্বিধা। কিন্তু বিভিন্ন কারণে ধীরে ধীরে তার প্রতি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির সে দৃষ্টিভঙি কমে যাচ্ছে। তাইতো বুধবার ভারত সফরে তার যাওয়া নিয়ে সংস্থাটির মনে জেগেছে সন্দেহ। এজন্য সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন। তবে কি সিদ্ধান্ত হয়েছে তা জানা যাবে মঙ্গলবার। এমনটাই জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
সোমবার রাতে বিসিবির ক্রিকেটার পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘সাকিবের ব্যাপারে কালকে (মঙ্গলবার) আমরা বলতে পারব। অনিশ্চয়তা বা এরকম কিছু অফিসিয়ালি বলছি না। সে যাবে কী যাবে না, এরকম নানারকম কথা শুনছি। সেরকম কিছু নয় আসলে। সে কোচের কাছ থেকে অনুমতি নিয়েছে, দুই দিন প্র্যাকটিস করেনি। তবে বোর্ডের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।’
টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব। নিশ্চিতভাবেই কিছুদিন পরে ওয়ানডের অধিনায়কও তারই হওয়ার কথা। কিন্তু ঘরের মাঠে গেল আফগানিস্তান সিরিজ হারের পর থেকেই নেতৃত্ব দেওয়ায় এ অলরাউন্ডের জেগেছে অনীহা। এ কারণে তার প্রতি কিছুটা হলেও নাখোস বিসিবি।
গেল বিশ্বকাপে কাউকে কিছু না জানিয়েই সাকিব অফিসিয়াল ফটোসেশনে অংশ নেয়নি। এদিকে আসন্ন ভারত সফরের আগে অনুশীলনেও তিনি নেই গত পরশু থেকে। তার আগে এ তারকা ক্রিকেটারদের ধর্মঘটে নেতৃত্ব দিয়ে হয়েছেন বিসিবির ‘ ‘শত্রু’। শুধু তা-ই নয় নতুন করে এ অলরাউন্ডার দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন কাউকে কিছু না জানিয়ে গ্রামীন ফোনের সঙ্গে সাড়ে তিন কোটি টাকার চুক্তি করে।
সাম্প্রতিক কর্মকান্ডে বিসিবির কাছে সাকিব হয়ে উঠেছেন সংশয়ের অন্য নাম। যে কারণে দেশের ক্রিকেট বোর্ড আগামিকাল ভারত সফরের দলে তাকে পাওয়া নিয়ে রয়েছে ঘোর সন্দেহে।
গত পরশু বিসিবির শীর্ষ এক পরিচালক সাকিবের ভারত সফরে যাওয়া না যাওয়ার ব্যাপারে বলেন, ‘সফরের বাকি আর মাত্র একদিন, আর এখনো আমাদের এসব নিয়ে ভাবতে হচ্ছে। এমন অনিশ্চয়তার কোন মানেই হয় না। কি যে হয়, কে জানে। তামিম তো এখন পুরো সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। কে জানে এই সফরে সাকিবও না যেতে পারে, অথবা বোর্ডও তাকে না পাঠাতে পারে!’
আগামিকাল প্রথমবারের মতো পূর্নাঙ্গ সিরিজ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ। কিন্তু তার আগেই পারিবারিক কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এদিকে চোটের কারণে এ সফর থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এবার যদি তাদের দলে সঙ্গী হন সাকিব আল হাসান, তবে কি করবে বিসিবি?
Discussion about this post