ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকেই তাদের ক্যারিয়ারের শেষ দেখছিলেন। বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। কিন্তু হাল ছাড়েন নি এই দুই ক্রিকেটার। তার সুফলটাও পেয়েছেন। দুঃসময় কাটিয়ে জাতীয় দলে ফিরলেন আল আমিন হোসেন ও আরাফাত সানি। ভারত সফরের বাংলাদেশ টি-টুয়েন্টি দলে তাদের রেখেছেন নির্বাচকরা।
দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। একইসঙ্গে বিশ্রাম শেষে ফিরে এসেছেন তামিম ইকবাল। তবে অফ ফর্মের কারণে নেই সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেটে দুই আলোচিত নাম আল আমিন ও আরাফাত সানি। তারা বাংলাদেশ দলে সবশেষ খেলেছেন ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে। তারপরই অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় বাদ পড়েন বাঁহাতি স্পিনার সানি। নিষিদ্ধ হন ক্রিকেটে। তারপর অ্যাকশন ঠিক করে ফিরেছেন ক্রিকেটে। একইসঙ্গে পারিবারিক ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। স্ত্রীর মামলায় যেতে হয় জেলে। তবে ঘরোয়া ক্রিকেটে ভাল করে ফের ফিরলেন আন্তর্জাতিক অঙ্গনে। টাইগারদের হয়ে ১০টি টি-টুয়েন্টিতে নেন তিনি ১২ উইকেট।
আল আমিন কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন তার শেষ ম্যাচ। যেখানে ভাল বোলিং করলেও সহজ ক্যাচ ছাড়েন। ফিল্ডিং দুর্বলতার সঙ্গে দৃষ্টিভঙ্গি, আচরণ ও শৃঙ্খলাজনিত কারণে হারিয়ে যান তিনি। ঘরোয়া ক্রিকেটে ভাল করে আবারও জাতীয় দলে এই পেসার। বাংলাদেশের হয়ে ২৫ টি-টুয়েন্টিতে নিয়েছেন ৩৯ উইকেট।
৩ নভেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৭ ও ১০ নভেম্বর। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ভারত সফরের টি-টুয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন।
Discussion about this post