ভারত থেকে সরে গিয়ে আফগানিস্তান ক্রিকেট দল এখন ঘর বানাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভারত থেকে সরে গেল এশিয়ার এই দেশটি। অবশ্য অন্য দেশকে হোম ভেন্যু বানানো ছাড়া উপাযও নেই আফগানদের। কারণ দেশটির রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। যেখানে ক্রিকেট অবকাঠামো তেমন উন্নত নয়। তাইতো পরদেশই নিজেদের ঘর বানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ক্রিকেট দল।
তার পথ ধরে নতুন ‘হোম ম্যাচ’ খুঁজে নিয়েছে আফগানিস্তান। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ‘হোম ম্যাচ’ খেলবে তারা। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা। আগামী ৫ বছর সংযুক্ত আরব আমিরাতে ‘হোম ম্যাচ’ খেলবেন রশিদ খানরা। এই পাঁচ বছরের প্রতি বছরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে তাদের। এই শর্তে আফগানদের ম্যাচের সমস্ত আয়োজন করে দেবে আমিরাত ক্রিকেট বোর্ড।
এখন থেকে আমিরাতের তিন ভেন্যু আবুধাবি, শারজাহ ও দুবাইয়ের মধ্যে যে কোনো ভেন্যুতে নিজেদের হোম ম্যাচগুলো খেলতে পারবে আফগানিস্তান ক্রিকেট দল। একইসঙ্গে দেশটির অত্যাধুনিক অনুশীলন সুবিধা ও আমিরাতের ভিসার বিষয়ে পূর্ণ সহযোগিতা পাবেন দলটির ক্রিকেটাররা।
২০২৩ সালের বিশ্বকাপের আগে তিনটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানাবে আফগানিস্তান। সেই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।
এর আগে ২০১৫ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্র্রোল বোর্ডের সঙ্গে করা চুক্তি করে আফগান বোর্ড। দিল্লির গ্রেটার নয়ডায় নিজেদের হোম ম্যাচ খেলেছে। এখন আমিরাতে ঘাঁটি করবেন রশিদ খানরা। এ অবস্থায় দেশটির প্রায় দুই ডজন ক্রিকেটারের জন্য আমিরাতের আবাসিক ভিসার ব্যবস্থা করা হয়েছে।
Discussion about this post