# স্টেডিয়াম তৈরিতে ৮০০ কোটি রুপি খরচ করা হয়েছে।
# ৬৩ একর জমি ঘেরা এই স্টেডিয়ামে রয়েছে তিনটি প্রবেশদ্বার
# ৭৬ টি কর্পোরেট বক্স রয়েছে।
# ৩০০০ গাড়ি এবং ১০,০০০ বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে।
# স্টেডিয়ামের ইন্ডোর ফেসিলিটি দুর্দান্ত।
# আহমেদাবাদ মেট্রোর একদম কাছে এই স্টেডিয়াম। ট্রাফিকে আটকানোর কোনও সম্ভাবনা নেই।
# মাঠে বসে খেলা দেখতে পারবে এক লাখ দশ হাজার দর্শক।
ক্রিকেট ভারতের নাম্বার ওয়ান খেলা। আর সেই দেশেই ক্রিকেটের সবচেয়ে বড় মাঠ থাকবে সেটাই তো স্বাভাবিক। ভারতের আহমেদাবাদে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। যেখানে এক লাখের বেশি ধারণ ক্ষমতা। এই মাঠেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়েছে বুধবার, ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ভারতের।
ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেলের নামে ১৯৮৩-তে গুজরাটের আহমেদাবাদে ওই স্টেডিয়াম তৈরি হয়। তার আগে এর নাম ছিল গুজরাট স্টেডিয়াম। বুধবার পাল্টে ফেলা হলো সেই স্টেডিয়ামেরই নাম। নতুন করে এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। অবশ্য এটি ঘিরে তৈরি হওয়া ক্রীড়া কমপ্লেক্সের নাম থাকছে প্যাটেলের নামেই।
অমিত শাহ স্টেডিয়ামের সূচনা অনুষ্ঠানে জানান, ‘এই তিনটি জায়গা মিলিয়ে যে কোনও আন্তর্জাতিক খেলা আয়োজন করা যেতে পারে। হতে পারে অলিম্পিকও। আমদাবাদ ভারতের ক্রীড়াশহর হিসেবে পরিচিতি পাবে।’ অবশ্য প্যাটেলের নাম মুছে দিয়ে নতুন স্টেডিয়াম মোদির নামে করায়, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
Discussion about this post