জয়টা যেন অবধারিতই ছিল দক্ষিণ আফ্রিকার। ৪৩৮ রান টপকে মাঠ ছাড়তে রেকর্ড গড়তে হতো ভারতের। কিন্তু সেটা তারা পারে নি। তাইতো ২১৪ রানের বিশাল এক জয় প্রোটিয়াদের।
একইসঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ভারতে এটাই তাদের প্রথম সিরিজ জয়।
মু্ম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে সফরকারীরা তুলে ৪ উইকেটে ৪৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা। যা কীনা ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস। ওয়ানডে ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস।
জবাবে ৩৫ ওভার ৫ বলে ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৪৩৮ / ৪ (ডি কক ১০৯, আমলা ২৩, ডু প্লেসি ১৩৩*, ডি ভিলিয়ার্স ১১৯, মিলার ২২*, বেহারডিয়েন ১৬, এলগার ৫*; ভুবনেশ্বর ১/১০৬, মোহিত ১/৮৪, হরভজন সিং ১/৭০, রায়না ১/১৯)
ভারত: ৩৬ ওভারে ২২৪ (রোহিত ১৬, ধাওয়ান ৬০, কোহলি ৭, রাহানে ৮৭, রায়না ১২, ধোনি ২৭, প্যাটেল ৫, মিশ্র ৪; স্টেইন ৩/৩৮, রাবাদা ৪/৪১, অ্যাবট ১/৩৯, তাহির ২/৫০)
ফল: দক্ষিণ আফ্রিকা ২১৪ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-২ ম্যাচে জয়ী
ম্যাচসেরা: কুইন্টন ডি কক
সিরিজসেরা: এবি ডি ভিলিয়ার্স
Discussion about this post