ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পূর্ণাঙ্গ ভারত সফরে গেছে বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমদের সঙ্গী হতে পারেননি সাকিব আল ও তামিম ইকবাল। একজন রয়েছেন আইসিসির নিষেধাজ্ঞায়। অন্যজন পারিবারিক সমস্যায়। তারপরও ভিভিএস লক্ষ্মণ মনে করেন, বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই ভারতে এসেছে। শুধু তা-ই নয় এবারই টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতে বাংলাদেশের জেতার সেরা সুযোগ বলেছেন তিনি।
জুয়াড়িদের প্রস্তাব গ্রহণ করেননি সাকিব। কিন্তু ব্যাপারটি আইসিসিকে না জানিয়েই এ তারকা করেছেন মস্তবড় ভুল। যে কারণে দুই বছর পর ঠিক ভারত সফরের আগে পেয়েছেন বড় শাস্তি। যে কারণে তিনি নেই ভারত সফরে। এদিকে সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আগেই এ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। যে কারণে বাংলাদেশ দলকে দেখে মনে হচ্ছে বেশ অনভিজ্ঞ। কিন্তু ব্যাপারটি মানছেন না লক্ষ্মণ।
পরিসংখ্যান, সাম্প্রতি পারফরম্যান্স বিবেচনায় টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। লক্ষ্মণ ব্যাপারটি মানলেও বাংলাদেশকে খু্ব বেশি পেছনে রাখছেন না। স্টার স্পোর্টসের ‘গেম প্ল্যান’ অনুষ্ঠানে এ ব্যাপারে সাবেক এ ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘স্বাগতিকদের জন্য এ সিরিজটা কঠিন হবে, কারণ বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই এসেছে। গভীর ব্যাটিং লাইনআপ থাকায় ভারতকে তাদের মাটিতে হারানোর এটাই সেরা সুযোগ বাংলাদেশের।’
ভারতে মাটিতে সিরিজ জেতায় খুব ভালো সম্ভাবনা থাকলেও লক্ষ্মণ মনে করছেন সেটা বাংলাদেশ পারবে না মূলত রোহিত শর্মাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য। তবে এ তারকা বলেছেন, টাইগাররা অন্তত একটা ম্যাচ ভারকে হারবে।
Discussion about this post