ভারত সফরে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনলেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ল সফরকারীরা। বুধবার ম্যাচ শেষে মাঠ থেকে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়ার টিম বাসে ছোড়া হয়েছে ঢিল। বেশ বড় সেই ঢিলে ভেঙে গেছে বাসের জানালা।
দলের ওপেনার অ্যারন ফিঞ্চ টুইট করে সেই খবরটি দিলেন। যেখানে তিনি লিখেছেন ‘খুবই ভীতিকর একটা ব্যাপার, হোটেলে ফেরার সময় বাসের জানালায় পাথর ছোড়া হয়েছে।’
গুয়াহাটির ম্যাচে মঙ্গলবার ১১৮ রানে ভারতকে অলআউট করে অজিরা। তারপর সে রান তাড়া করেছে ২৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নে।
তারপর হাসি মুখে মাঠ থেকে হোটেলে ফেরার পথেই ঘটে সেই ঘটনাটি। রাস্তায় দাঁড়ানো দর্শকের ঢিল এসে পড়ে অজি দলের বাসে। তারপর বাসের কাচ ভেঙে চুরমার। বেশ ভয় পেয়েছেন ক্রিকেটাররা। এরইমধ্যে ফিঞ্চের এ বার্তা রিটুইট করেছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
অজি ক্রিকেট দল এমনিতেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকে। ২০১৫ সালে বাংলাদেশ সফর বাতিল করেছিল এ কারণে। তারপর অবশ্য এ বছর সেই সফরটা শেষ করেছে তারা। এ সময় পেয়েছে ভিভিআউপি নিরাপত্তা। ভারতের এমন ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়া কি করে সেটাই এখন দেখার বিষয়!
Discussion about this post