ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটুর জন্য সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাতে পারল না ভারত। শেষ মুহূর্তে এসে সর্বনাশ। বুধবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সফরকারীদের ৪ রানে হারিয়েছে অজিরা। ব্রিসবেনে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে জিততে ১৩ রান দরকার ছিল ভারতের। হাতে ছিল ৫ উইকেট। তারপরও মাত্র ৪ রানের আক্ষেপে মাঠ ছেড়েছে বিরাট কোহলির দল।
এই জয়ে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ১৫৮ রান করে অজিরা। এরপর বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকলে বিপাকে পড়ে ভারত ভারত। ১৭ ওভারে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। কিন্তু ১৬৯ রানে আটকে যায় তারা। প্রতিপক্ষের চেয়ে বেশি রান করেও বৃষ্টি আইনে হেরে যায় দল।
ভারত জবাব দিতে নেমে প্রথম ১০ ওভার শেষে তুলে ২ উইকেটে ৯৩। পরের ৭ ওভারে জিততে দরকার ছিল ৮১ রান। হাতে ৮ উইকেট নিয়েও পারল না তারা।
শুরুতেই রোহিত শর্মা-শিখর ধাওয়ান গড়েন ২৫ বলে ৩৫ রানের জুটি। রোহিত ৮ বলে ৭ রান করেন। লোকেশ রাহুল তুলেন ১২ বলে ১৩ রান। পারেন নি বিরাট কোহলি। ৮ বলে তুলেন মাত্র ৪ রান।
ধাওয়ান ৪২ বলে ৭৬ রান করে ফিরেন। শেষ ৪ ওভারে ৬ উইকেটে ভারতের দরকার ছিল ৬০ রান। শেষ তিন ওভারে ৩৫। ১৩ বলে ৩০ রান করে কার্তিক ফিরলে শেষ হয়ে যায় ভারতের আশা। দুটি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টয়নিস।
এর আগে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস লিন আর মার্কাস স্টয়নিসের দাপটে স্বাগতিকরা ১৭ ওভারে ৪ উইকেটে করে ১৫৮ রান। ২৪ বলে ৪ ছক্কায় ৪৬ রান করেন ম্যাক্সওয়েল। ক্রিস লিন ২০ বলে ৩৭ আর স্টয়নিস মাত্র ১৯ বলে করেন ৩৩।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১৭ ওভারে ১৫৮/৪ (শর্ট ৭, ফিঞ্চ ২৭, লিন ৩৭, ম্যাক্সওয়েল ৪৬, স্টয়নিস ৩৩*, ম্যাকডারমট ২*; বুমরাহ ১/২১, খলিল ১/৪২, কুলদীপ ২/২৪)।
ভারত: (লক্ষ্য ১৭ ওভারে ১৭৪) ১৭ ওভারে ১৬৯/৭ (রোহিত ৭, ধাওয়ান ৭৬, রাহুল ১৩, কোহলি ৪, পান্ত ২০, কার্তিক ৩০, ক্রুনাল ২, ভুবনেশ্বর ১*, কুলদীপ ৪*; বেহরেনডর্ফ ১/৪৩, স্ট্যানলেক ১/২৭, টাই ১/৪৭, জ্যাম্পা ২/২২, স্টয়নিস ২/২৭)।
ফল: ডাকওয়ার্থ-লুইস আইনে ৪ রানের জয়ী অস্ট্রেলিয়া
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: অ্যাডাম জ্যাম্পা
Discussion about this post