ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক যুগ আগেই ভারতের জার্সি তুলে রেখেছেন। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। যে কারণে সৌরভ গাঙ্গুলির হাতে আর কেউ ব্যাট হাতে দেখার কথা ভাবেন না। তবে সৌরভের দাবি, তাকে যদি তিন মাস সময় দেওয়া হয় তাহলেই ভারতের হয়ে টেস্টে খেলতে পারবেন।
প্রথম শ্রেণিতে সৌরভ সর্বশেষবার খেলেছেন ২০১১ সালে। কিন্তু ৪৮ বছরের গাঙ্গুলীর দাবি এখনো টেস্ট খেলার সামর্থ্য রাখেন। কলকাতার পত্রিকা সংবাদ প্রতিদিনকে বলেছেন যেভাবে তার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছিল তা অন্যায়, ‘আমাকে যদি আরও দুইটা ওয়ানডে সিরিজ খেলতে দেওয়া হতো, আমি আরও বেশি রান করতাম। নাগপুরে অবসর না নিলে পরের দুই টেস্ট সিরিজেও রান করতাম। এমনকি এখনো যদি আমাকে ছয় মাস অনুশীলন করতে দেওয়া হয়, রঞ্জিতে তিনটা ম্যাচ খেলতে দেওয়া হয়, আমি ভারতের হয়ে টেস্টে রান করতে পারব। আমার ছয় মাসও লাগবে না, আমাকে তিন মাস সময় দিলেই আমি রান করব।’
হয়তো এখন আর টেস্ট দলে ফেরা সৌরভের জন্য সম্ভব নয়। কিন্তু ভারতকে বদলে দেওয়া অধিনায়ক যে আসলে এটা বিশ্বাস করেন সেটা আবার বলেছেন জোর দিয়ে, ‘আমাকে হয়তো খেলার সুযোগ দেওয়া সম্ভব না কিন্তু আমার ভেতরের বিশ্বাস ভাঙবেন কীভাবে?’
যেভাবে ২০০৭ বিশ্বকাপের পর বাদ পড়েছিলেন সৌরভ সেটা এখনও মানতে পারেন না, ‘এটা অবিশ্বাস্য। ওই বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন ছিলাম, তবু আমাকে বাদ দিল। যত ভালোই করি না কেন, যদি বাদ দেওয়াই হয় তাহলে নিজেকে কীভাবে প্রমাণ করব? এবং কার কাছে? আমার সঙ্গে এটাই হয়েছে।’
ভারতের হয়ে ১১৩ টেস্টে ১৬ সেঞ্চুরি আর ৭২১২ রান করেছিলেন সৌরভ। ওয়ানডেতে ৩১১ ম্যাচে ১১৩৬৩ রান করেছিলেন। এরমধ্যে ২২টি সেঞ্চুরি ছিল তার।
Discussion about this post