ক্রিকবিডি২৪.কম ডেস্ক
আসছে মাসেই সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে বুধবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। যেখানে চমকের নাম রবিচন্দ্রন অশ্বিন। দেশের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলা এই অলরাউন্ডার জায়গা পেয়েছেন ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে। তবে ১৫ সদস্যের দলে নেই ওপেনার শিখর ধাওয়ান।
ভারতীয় ক্রিকেট দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনিও। অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, মেন্টর হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিদের সঙ্গে থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক।
অবশ্য দলে নেই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। শ্রেয়াস আইয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর আছেন রিজার্ভ তালিকায়।
অশ্বিনকে ভারতের টি-টুয়েন্টিতে দেখা যায় চার বছর আগে। ২০১৭ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে তাকে।
ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।
অপেক্ষমাণ: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
Discussion about this post