ওয়ানডে সিরিজে ব্যর্থতার ধাক্কা সামলে উঠল ইংল্যান্ড। একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে তারা ৩ রানে হারিয়েছে ভারতকে। নাটকীয়তায় ঠাসা এই ম্যাচ দিয়েই শেষ হলো দুই দেশের মধ্যকার চলতি ক্রিকেট সিরিজ।
রোববার ছুটির দিনে এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা করে ১৮০ রান। অধিনায়ক ওয়েন মর্গানের ব্যাট থেকে আসে ৭১। এই রান করতে মাত্র ৩১ বল খেলেন তিনি।
মোহাম্মদ সামি ৩৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তুলে ১৭৭ রান। এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি ভারতই জিতে যাচ্ছে। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল ভারতের। উইকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অভিষেক ম্যাচ খেলতে নামা আম্বাতি রাইডু। ছক্কায় শুরু
ধোনির। পরের বলে দুই রান। চার বলে ভারতের প্রয়োজন তখন ৯ রান। জয়ের দ্বারপ্রান্তে দল। ক্রিস ওকসের তৃতীয় বলে রান আসেনি। আসলে এক রান করার সুযোগ থাকলেও সেটা করেন নি ধোনি। পরের বলে বাউন্ডারি। শেষ দুই বলে ভারতের চাই ৫ রান।
টানটান উত্তেজনা! পঞ্চম বলে রান আসেনি। আসলে এক রানের সুযোগ থাকলেও সেটা নেননি ধোনি। তাইতো শেষ বলে জিততে ছক্কা ছাড়া উপায় ছিল না। কিন্তু সেটা আর হল না!
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ২০ ওভারে ১৮০/৭ (জেসন ৮, হেলস ৪০, রুট ২৬, মর্গান ৭১, বাটলার ১০, বোপারা ২১*, ওকস ০; সামি ৩/৩৮, কর্ন ১/২৮)
ভারত: ২০ ওভারে ১৭৭/৫ (রাহানে ৮, ধাওয়ান ৩৩, কোহলি ৬৬, রায়না ২৫, ধোনি ২৭*; ফিন ১/২৮)
ফল: ইংল্যান্ড ৩ রানে জয়ী
ম্যাচসেরা: ওয়েন মর্গান।
Discussion about this post