ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যেকোন সময়ই ক্রিকেটারদের কাছে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ। তাতে ব্যাটে-বলে ভালো করার একটা তড়না থাকে সবার মধ্যে। ব্যতিক্রম নয় বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু দ্বাদশ বিশ্বকাপের ‘আসল’ লড়াইয়ের আগে সে সুযোগ শরিবার পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে পায়নি মাশরাফি বিন মর্তুজার দল। তবে মঙ্গলবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে নামকে মুখিয়ে টিম টাইগার্স। যে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে শুরু হবে। সরাসরি দেখা যাবে গাজী টিভিতে।
কার্ডিফের সোফিয়া গার্ডেনের নামার আগে বাংলাদেশকে প্রেরণা দিচ্ছে অতীত স্মৃতি। এ মাঠেই ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জাগিয়েছিল টিম টাইগার্স। এদিকে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি নিউজিল্যান্ডকেও হারের তিক্ত স্বাদ দিয়েছিল মাশরাফির দল। মঙ্গলবার ভারতকেও সেই অভিজ্ঞায় ফেলতে চাই স্টিভ রোডসের শিষ্যরা। এজন্য তৈরিও তারা।
দ্বাদশ বিশ্বকাপের আসল লড়াইয়ের আগে বাংলাদেশ শিবির রয়েছে বেশ ফুরফুরে। এর পেছনের কারণ কদিন আগেই টারগাররা প্রথমবারের মতো জিতেছে ত্রি-দেশীয় সিরিজের ট্রফি। তবে বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে কিছুটা চিন্তিত ভারত। কেননা এরইমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বিরাট কোহলির দল। যে ম্যাচে ট্রেন্ট বোল্টের তোপে বিশ্বসেরা দলটির ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। সে সুযোগে কিউইরা ভারতে হারিয়ে দেয় ৬ উইকেটে। যে ফলাফল আজ বাংলাদেশকে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।
এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ভারতকে একবার হারিয়েছে বাংলাদেশ। ঘটনাটি ছিল ২০০৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। যে ম্যাচে মাশরাফি বিন মর্তুজার আগুন ঝরা বোলিংয়ে সহজ লক্ষ্য মাত্রা পেয়েছিল টাইগাররা। জবাব দিতে নেমে শুরুতেই ঝড় তোলেন তামিম। পরে তার দেখানো পথে হেঁটে সহজেই জয় ছিনিয়ে নেয় টাইগাররা। আজ কার্ডিফে সেই দলটির বিপক্ষে নামার আগে ১২ বছর আগের সেই সুখস্মৃতিই অনুপ্রেরণা যোগাচ্ছে রোডস শিষ্যদের।
বাংলাদেশ-ভারত ওয়ানডেতে মুখোমুখি এখন পর্যন্ত হয়েছে ৩৬বার। যেখানে টাইগাররা ৬টি জয়ের বিপরীদে হেরেছে ২৮টি ম্যাচ। ফল হয়টি ২টি ম্যাচে। সবশেষ দুই দলের দেখায় স্টিভ রোডসের শিষ্যরা হতাশা নিয়েই ফিরেছিল। তবে সাম্প্রতি সময়ে দারুণ ছন্দে থাকা মাশরাফি বিন মর্তুজার দল সেটা বেশ আগেই ভুলে গেছে। আজ অবশ্য সে হারের প্রতিশোধ নিতেই নামবে তারা।
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে একাদশ সাজানো নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। তবে টাইগার কোচ রোডস মনে করেন বিশ্বকাপে বাংলাদেশের শুরুর সম্ভাব্য একাদশে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের প্রভাব পড়বে না খুব একটা। কেননা তিনি ও টিম ম্যানেমেন্ট মিলে চূড়ান্ত একাদশ এরইমধ্যে ঠিক করে ফেলেছেন। যা তার কথায় সুরে মিলিছে, ‘কোনো সমস্যা নয়, খেলা না হওয়া। ভারতের বিপক্ষেও খেলা হোক বা না হোক, আমরা জানি কি করতে হবে। বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের একাদশ কেমন হবে, আমরা মোটামুটি চূড়ান্ত করেই রেখেছি।’
আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশ বিশ্বকাপের পথচলা শুরু হবে বাংলাদেশের। তার আগে মঙ্গরবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জয় চাই মাশরাফির দল।
Discussion about this post