অ্যাডিলেড টেস্টের শেষ দিনের জন্য যেন জমা ছিল অনেক নাটক। একবার মনে হচ্ছিল বিরাট কোহলির হাত ধরে বুঝি জিততে যাচ্ছে ভারত। দুর্দান্ত খেলছিলেনও মহেন্দ্র সিং ধোনির জায়গা্য় নেতৃত্ব দেওয়া এই ব্যাটসম্যান। কিন্তু প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে এমন কীর্তি এর আগে শুধুই গ্রেগ চ্যাপেলের।
কিন্তু দিনটা স্মরনীয় হল না। শেষ পর্যন্ত সফরকারী ভারতকে ৪৮ রানে হারাল অস্ট্রেলিয়া। অকাল প্রয়াত ফিলিপ হিউজের শোক সামলে খেলতে নেমে জিতল স্বাগতিকরা।
শনিবারের এই জয় দিয়ে ৪ ম্যাচের টেস্ট রিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
এর আগে চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার ২য় ইনিংসে রান ছিল ৫ উইকেটে ২৯০। স্বাগতিকরা সেই রানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতেই অন্যরকম এক মাত্রা পেয়ে যায় এডিলেড টেস্ট।
শেষ দিনে কমপক্ষে ৯৮ ওভারে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৪ রান।
তখন জবাবটা বেশ দিচ্ছিলেন কোহলি আর মুরালি বিজয়। অবশ্য তার আগে শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারাকে হারিয়ে বিপাকে ছিল ভারত।
তবে এক পর্যায়ে ভারতের রান দাড়ায় ২ উইকেটে ২৪২ রান। মানে জয়ের পথে সফরকারীরা।
কিন্তু এরপরই সব এলোমেলা।৯৯ রানে ফিরে যান বিজয়। ভাঙ্গে
১৮৫ রানের জুটি। কোহলি শেষ পর্যন্ত ১৪১ রানে আ্উট।
শেষ ৭৩ বলে শেষ ৮ উইকেট হারায় ভারত। নাথান লায়ন ১৫২ রানে নেন ৭ উইকেট। ভারত শেষ ৩১৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৫১৭/৮ ডিক্লে. (স্মিথ ১৬২*, ওয়ার্নার ১৪৫, ক্লার্ক ১২৮; সামি ২/১২০) ও ২য় ইনিংসে ২৯০/৫ ডিক্লে. (ওয়ার্নার ১০২, স্মিথ ৫২*; কর্ন ২/৯৫)
ভারত: ১ম ইনিংসে ৪৪৪/১০ (কোহলি ১১৫, পুজারা ৭৩, রাহানে ৬২, বিজয় ৫৩; লায়ন ৫/১৩৪) ও ২য় ইনিংসে ৩১৫/১০ (বিজয় ৯৯, ধাওয়ান ৯, পুজারা ২১, কোহলি ১৪১, রাহানে ০, রোহিত ৬, ঋদ্ধিমান ১৩, কর্ন ৪*, সামি ৫, অ্যারন ১, ইশান্ত ১; লায়ন ৭/১৫২, জনসন ২/৪৫, হ্যারিস ১/৪৯)
ফল: অস্ট্রেলিয়া ৪৮ রানে জয়ী
ম্যাচসেরা: ন্যাথান লায়ন
Discussion about this post