ভারত শেষ পর্যন্ত আগামী এশিয়া কাপের আয়োজক হচ্ছে না। তাইতো দরজা খুলে গেল বাংলাদেশের। আরো একবার এই দেশে হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্টত্বের লড়াই। এনিয়ে টানা তৃতীয়বারের মতো আয়োজক হবে বিসিবি।
২০১২ ও ২০১৪ সালের পর ২০১৬। আসছে বছর ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে প্রতিযোগিতা শেষ হবে ৬ মার্চ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সুত্র এমন খবর জানিয়েছে।
এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অশং নেনে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং আইসিসির একটি সহযোগী দেশ। নভেম্বরে একটি বাছাইপর্বে নামবে সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং। তাদের একটি দল উঠে আসবে চুড়ান্ত পর্বে।
এমনিতে ২০১৬ সালের ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের উগ্র ধর্মীয় সংগঠন শিবসেনার হুমকিতে পাল্টে গেল হিসেব। তাদের দেশে পাকিস্তানকে খেলতে দিতে চায় না শিবসেনা। এ অবস্থায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকেই বেছে নিল।
Discussion about this post