ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষটাতে এসে বাজিমাত। ফাইনালের জন্যই যেন তিনি জমিয়ে রেখেছিলেন সব চমক! মেয়েদের আইপিএল খ্যাত ভারতের উইমেন টি-টুয়েন্টি চ্যালেঞ্জে প্রথম নাম লিখিয়েই চ্যাম্পিয়ন সালমা খাতুন। তার দল ট্রেইলব্লেজার্স প্রথমবারের মতো অনায়াসেই জিতে নিয়েছে টুর্নামেন্টের ট্রফি।
সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় আসরের ফাইনালে ১৬ রানে জয় তুলে নেয় ট্রেইলব্লেজার্স।
ম্যাচে ১১৯ রানের লক্ষ্যের সামনে দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস তুলে মাত্র ১০২ রান।
ম্যাচটা মনে রাখার মতো হয়ে থাকল সালমা খাতুনের। দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার ট্রেইলব্লেজার্সের হয়ে চার ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। বাংলাদেশের এই স্পিনারের বোলিং দাপটে ট্রফি জেতে দল।
সালমা বল হাতে দুর্দান্ত ছিলেন। ত্রয়োদশ ওভারে প্রথমবার বল হাতে নিয়ে সালমা ৫ রান দেন। পরের ওভারেই ভাঙেন প্রতিপক্ষের ৩৭ রানের জুটি। ১৮ বলে ১৯ রান করা সিরিবর্ধনে ফেরান। ১৯তম ওভারে তার দুর্দান্ত বোলিংয়ে ট্রেইলব্লেজর্সের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তার দ্বিতীয় বলে রান আউট আনুজা পাতিল। এরপরই বোল্ড করেন প্রতিপক্ষের সেরা তারকা হারমানপ্রিতকে। ৩৬ বলে অধিনায়ক করেন ৩০।
পঞ্চম বলে সালমা শিকার করেন আরেক উইকেট। জয় তুলে নেয় তার দল।
তিন দলের টুর্নামেন্টে তার দলের তিন ম্যাচেই খেলেন সালমা। প্রথম ম্যাচে দুই ওভারে ৪ রান দিয়ে উইকেটশূন্য। পরের ম্যাচে দল হারে। আর তিনি ২৫ রানে নেন একটি উইকেট। শেষে এসে ৩ উইকেট। মনে রাখার মতোই কাটল মেয়েদের আইপিএল খ্যাত এই টুর্নামেন্ট।
এই আসরে এবারও ভেলোসিটির হয়ে খেলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার জাহানারা আলম। প্রথম ম্যাচে ২ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে দল হারে। জাহানারা ম্যাচে পাননি বোলিং।
Discussion about this post