আগের দিনই হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। তারপরও একটা জুটি অন্তত দাঁড়াবে কিছুটা সময় লড়বে দল এমনটাই চেয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আজ মঙ্গলবার সমীকরণ মিলল না। ভয়াবহ বাজে ব্যাটিং কররল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৯৫ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭.২ ওভার খেলে টপকে গেল ভারত।
কানপুর টেস্ট ৭ উইকেটে জিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতল রোহিত শর্মার দল। হোয়াইট ওয়াশ বাংলাদেশ।
বাংলাদেশকে ভারত সিরিজের প্রথম টেস্টে হারায় ২৮০ রানে। কানপুর টেস্টে টানা দুই দিন বল গড়ায় নি। প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তারপরও জিতল ভারত।
যদিও চেন্নাইয়ে প্রথম টেস্ট হারের পর বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর কাজ সহজ করে দেয় বৃষ্টি। দুই দিনেরও বেশি সময় প্রকৃতির বাগড়ায় ভেসে যাওয়ার পরও এমন হার? অথচ এই দলটাই কিছুদিন আগে পাকিস্তানকে তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছিল।
কানপুর টেস্টে সব মিলিয়ে খেলা হলো মোটে ১৭৩.২ ওভার। এতেই ৭ উইকেটে হারল নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের দেওয়া ৯৫ রানের লক্ষ্য ১৭.২ ওভারে ছুঁয়ে ফেলে ভারত। সর্বোচ্চ ৫১ রান করেন যশস্বী জয়সোয়াল। তিনি ফিফটি করেন প্রথম ইনিংসেও। ২৯ রানে অপরাজিত বিরাট কোহলি।
এর আগে সকালে ২ উইকেটে ২৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনেই বাকি ৮ উইকেট হারিয়ে আর মাত্র ১২০ রান তুলে তারা। সর্বোচ্চ ৫০ রান করেন সাদমান ইসলাম। মুশফিকুর রহিম ৩৭।
টেস্টে এই ব্যর্থতার পর এবার ভারতের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে পরের দুটি ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩/১০
ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৪৬ (সাদমান ৫০, জাকির ১০, হাসান ৪, মুমিনুল ২, শান্ত ১৯, মুশফিক ৩৭, লিটন ১, সাকিব ০, মিরাজ ৯, তাইজুল ০, খালেদ ৫*; বুমরাহ ১০-৫-১৭-৩, অশ্বিন ১৫-৩-৫০-৩, আকাশ ৮-৩-২০-১, সিরাজ ৪-০-১৯-০, জাদেজা ১০-২-৩৪-৩)
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৯৫) ১৭.২ ওভারে ৯৮/৩ (রোহিত ৮, জয়সওয়াল ৫১, গিল ৬, কোহলি ২৯*, পান্ত ৪*; মিরাজ ৯-০-৪৪-২, সাকিব ৩-০-১৮-০, তাইজুল ৫.২-০-৩৬-১)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ভারত ২ টেস্টের সিরিজ ২-০তে জয়ী
Discussion about this post