সপ্তাহ না ঘুরতেই বদলা নিয়ে ফেলল পাকিস্তান। তবে চির প্রতিদ্ধন্দী ভারতের বিপক্ষে জিততে অপেক্ষা করতে হলো শেষ ওভার অব্দি। শেষ ওভারে ছড়াল রোমাঞ্চ। যেখানে বাজিমাত পাকিস্তানের। এই জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠার সম্ভাবনা উজ্জ্বল করল বাবর আজমের দল।
এশিয়া কাপে গ্রুপ পর্বে ৫ উইকেটে এই ভারতের কাছেই হেরেছিল পাকিস্তান। এবার সেই হারের প্রতিশোধ সুপার ফোরে নিয়েছে তারা। রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত প্রথমে ব্যাট করতে নেমে তুলে ১৮১ রান। জবাবে ৫ উইকেট ও ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পা রাখে পাকিস্তান।
পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ নওয়াজ। শুরুতে ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন সূর্যকুমার যাদবের উইকেট। এরপর ব্যাট হাতে ২০ বলে খেলেন ৪২ রানের ঝড়ো ইনিংস। ৭১ রানের দারুণ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে ভারতের হয়ে আলো ছড়ান বিরাট কোহলি। ৬০ রানে ফেরেন তিনি। আন্তর্জাতিক টি-টুয়েন্টির ইতিহাসে এখন এককভাবে সর্বোচ্চ অর্ধশতকের রেকর্ড কোহলির। ৩১ অর্ধশতক নিয়ে তার পরের অবস্থানে রয়েছেন রোহিত, আর ২৭ অর্ধশতক নিয়ে তালিকার তৃতীয় স্থানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
টি-টুয়েন্টিতে ভারতের বিপক্ষে ১১ ম্যাচে এটি তৃতীয় জয় পাকিস্তানের।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১৮১/৭ (রাহুল ২৮, রোহিত ২৮, কোহলি ৬০, সূর্যকুমার ১৩, পান্ত ১৪, পান্ডিয়া ০, হুডা ১৬, ভুবনেশ্বর ০*, বিষ্ণই ৮*; নাসিম ৪-০-৪৫-১, হাসনাইন ৩-০-৩৮-১, রউফ ৪-০-৩৮-১, নওয়াজ ৪-০-২৫-১, শাদাব ৪-০-৩১-২)
পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৮২/৫ (রিজওয়ান ৭১, বাবর ১৪, ফখর ১৫, নওয়াজ ৪২, খুশদিল ১৪*, আসিফ ১৬, ইফতিখার ২*; ভুবনেশ্বর ৪-০-৪০-১, আর্শদিপ ৩.৫-০-২৭-১, বিষ্ণই ৪-০-২৬-০, পান্ডিয়া ৪-০-৪৪-১, চেহেল ৪-০-৪৩-১)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ নওয়াজ
Discussion about this post