হিসেবের ছক উল্টে দিল পাকিস্তান। ফেভারিট ভারতকে চমকে দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিয়েছে সরফরাজ আহমেদের দল। রোববার কেনিংটন ওভালে ফাইনালে তারা ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে মাতে এশিয়ার এই দেশটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেটে ৩৩৮ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। জবাব দিতে নেমে ভারত করে ৩০.৩ ওভারে ১৫৮ রান।
পাকিস্তানের হয়ে ১০৬ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফখর জামান। অভিষেক সেঞ্চুরিতে বাজিমাত করেন তিনি। তার ইনিংসটিতে ছিল ১২টি চার ও ২টি ছয়ের মার। ৭১ বলে ৬ চার ও ১ ছয়ে ৭১ রান করেন আজহার আলি। শেষ দিকে ৩৭ বলে ৪ চার ও ৩ ছয়ে ৩৭ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ।
ফখর ৯২ বলেই নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়ে যান! স্বপ্নের ম্যাচে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে ১০৬ বলে করেন ১১৪ রান। ১২টি চার মেরেছেন, সঙ্গে দুই ভারতীয় স্পিনারকে মেরেছেন তিন ছক্কা।
ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা ও কেদার জাদব নিয়েছেন একটি করে উইকেট।
এরপর ভারত বড় সংগ্রহের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে। পেসার মোহাম্মদ আমির তছনছ করে দেন তাদের ব্যাটিং লাইনআপ! যা থেকে আর বেরিয়ে আসা হয়নি দলীয় স্কোর ৩৩ রানে পৌঁছাতেই রোহিত শর্মা (০), বিরাট কোহলি (৫) ও শেখর ধাওয়ানকে (২১) সাজঘরে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তিনি এনে দেন পাকিস্তানের হাতে।
তারপর চটজলদি যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনির বিদায়।৫৪ রানে ৫ উইকেট শেষ। পরে যা একটু লড়লেন হারদিক পান্ডিয়া। করেন ৪৩ বলে ৭৬ রান। অন্যরা আসা আর যাওয়ায় ব্যস্ত থাকলেন। ম্যাচে আমির ও হাসান আলি নেন ৩টি করে উইকেট।
Discussion about this post