কী বলবেন একে? প্রতিশোধ? বলতেই পারেন! ক্রিকেট ভক্তদের কাছে এখনো বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে হারের দুঃসহ স্মৃতি তরতাজা। সেখানে অবশ্য আম্পায়ারের বদন্যতায় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এবার সেই দলটাকেই উড়িয়ে দিল বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় মহেন্দ্র সিং ধোনির দলকে ৭৯ রানে উড়িয়ে দিল টাইগাররা। এই জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০’তে এগিয়ে গেল মাশরাফি বিন মুর্তুজার দল।
জয়ের ভিতটা অবশ্য গড়ে দিয়েছিলেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। এরপর অভিষেকেই বাজিমাত পেসার মুস্তাফিজুর রহমানের। তাতেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধটা নিয়ে ফেলল টাইগাররা।
দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ৩০৭ রান। যা কীনা ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান। এরপর জবাব দিতে নেমে জবাবে ৪৬ ওভারে ২২৮ রানে অলআউট ভারত। ৫ উইকেট নেন মুস্তাফিজুর।
ব্যাট হাতে বাংলাদেশর সৌম্য সরকার করেন ৫৪ রান। ৪০ বলে এই রান করেন তিনি। তামিম ইকবাল ৬২ বলে করেন ৬০ রান। কম যাননি সাকিবও। করেন ৬৮ বলে ৫২ রান। সাব্বির রহমান ৪১।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ৩০৭/১০ (তামিম ৬০, সৌম্য ৫৪, লিটন ৮, মুশফিক ১৪, সাকিব ৫২, সাব্বির ৪১, নাসির ৩৪, মাশরাফি ২১, রুবেল ৪, তাসকিন ২, মুস্তাফিজ ০*; অশ্বিন ৩/৫১, ভুবনেশ্বর ২/৩৭, উমেশ ২/৫৮, জাদেজা ১/৪৮, মোহিত ১/৫৩)
ভারত: ৪৬ ওভারে ২২৮/১০ (রোহিত ৬৩, ধাওয়ান ৩০, কোহলি ১, রাহানে ৯, রায়না ৪০, ধোনি ৫, জাদেজা ৩২, অশ্বিন ০, ভুবনেশ্বর ২৫*, মোহিত ১১; মুস্তাফিজ ৫/৫০, তাসকিন ২/২১, সাকিব ২/৩৩, মাশরাফি ১/৫০)
ফল: বাংলাদেশ ৭৯ রানে জয়ী
ম্যাচসেরা: মুস্তাফিজুর রহমান
Discussion about this post