সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। প্রথম দুই ম্যাচে ব্যর্থতায় জর্জরিত পাকিস্তান দল যেন ছন্দে ফেরার পথ খুঁজছিল। অবশেষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭৪ রানে হারিয়ে সেই হারানোর হাহাকার কিছুটা লাঘব করল সালমান আলীর দল। যদিও এই জয়কে অনেকে ‘সান্ত্বনার জয়’ বলেই ব্যাখ্যা করছেন, তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্লেষক রমিজ রাজার চোখে এটি আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তব মূল্যবোধের প্রতিচ্ছবি।
শেষ ম্যাচে পাকিস্তান ১৭৮ রান তোলে, যা ছিল সিরিজের আগের দুই ম্যাচ থেকে পরিষ্কারভাবে উন্নত পারফরম্যান্স। রমিজ মনে করেন, যদি এই ছন্দ শুরুতেই পাওয়া যেত, তাহলে সিরিজের চিত্রই ভিন্ন হতে পারত।
রমিজ বলেন, ‘জয় তো জয়ই হয়। অনেকে বলবে এটা সান্ত্বনার জয়, কিন্তু এটা একটা আন্তর্জাতিক ম্যাচ ছিল। যদি এমন পারফরম্যান্স প্রথম বা দ্বিতীয় ম্যাচে হতো, হয়তো সিরিজও জিতে যেত পাকিস্তান।’
মিরপুরের কঠিন কন্ডিশনে এমন জয়কে রমিজ দেখছেন শিক্ষার এক বড় সুযোগ হিসেবে। তার মতে, এমন উইকেটে কী ধরনের ক্রিকেটার দরকার, কেমন কম্বিনেশন প্রয়োজন-এখনই এসব ভাবার সময়, ‘এই জয়ের মাধ্যমে পাকিস্তানকে ভাবতে হবে, টাফ পিচে খেলার জন্য শাহীন, নাসিম, বাবর বা রিজওয়ান দরকার কি না। দল গড়ার প্রক্রিয়া নতুন করে দেখা উচিত।’
পাকিস্তান ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন রমিজ রাজা। তিনি মনে করেন, বড় ম্যাচ জিততে হলে শুধু প্রতিভা নয়, দরকার ধারাবাহিকতা, আত্মবিশ্বাস ও রণকৌশল, ‘বড় শট খেলার ধারাবাহিকতা আনতে হবে। সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ-এই দল কি বড় চ্যাম্পিয়নশিপ জেতাতে পারবে? বড় দলকে হারাতে পারবে? এসব প্রশ্ন এখন থেকেই ভাবতে হবে।’
Discussion about this post