ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিতর্ক পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। এইতো গত ১২ নভেম্বর কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যান এই তারকা ক্রিকেটার। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও শতাধিক ক্রিকেটভক্ত থাকলেও তিনি সব এড়িয়ে যান। কিন্তু এরমধ্যে এক ভক্তের সঙ্গে অপ্রীতিকর এক ঘটনা।
এক ভক্ত জোর করে সাকিবের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু তিনি করোনার এই সময়ে দূরত্ব রাখতে চেয়েছিলেন। এরপরই ওই ভক্তের মোবাইল সেট আছড়ে ফেলেন- এমন খবর গণমাধ্যমে এসেছে।
যদিও সোমবার সাকিব সত্য তথ্য নিয়ে হাজির হলেন। ফোন ভাঙার বিষয়টি অস্বীকার করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় জানালেন-করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে গিয়েই ঘটল এমন অপ্রীতিকর ঘটনা।
ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি কখনো বুঝতে পারি না, আমি অন্য একজনের ফোন ভাঙলে তাতে আমার কি উপকার হবে? যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে, তার ফোনটি আমি কখনই ইচ্ছেকৃতভাবে ভাঙিনি।’
বিস্তারিত বর্ননায় সাকিব আরও বলেন, ‘যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে, তার ফোনটি আমি কখনই ভাঙিনি। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম, যেভাবে নিজেকে নিরাপদ রেখে চলা যায় সেই চেষ্টাই করছিলাম। আর সেখানে যেহেতু অনেক মানুষ ছিল। অনেক ভিড় ছিল, সবাই চেষ্টা করছিল ছবি তুলতে। আমিও চেষ্টা করেছিলাম, তাদের কাছে না গিয়ে কিভাবে আমার কাজগুলো সম্পন্ন করব ইমিগ্রেশনের। এ সময় একজন উৎসুক জনতা আমার গায়ের ওপর দিয়ে এসে ছবি তুলতে যায়। আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাত লেগে মোবাইল পড়ে যায়। হয়তো পরে ভেঙেও গিয়েছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার মনে হয়, তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। বিশেষ করে করোনার সময় মনে হয় সবারই সতর্কতা মেনে চলা উচিত। যতদিন এই করোনার প্রভাবটা থাকে।’
Discussion about this post